মেদিনীপুরের গুলিবর্ষণ কাণ্ডে আসামীদের ধরতে ৬০ টি টিম, পুলিশের জালে অস্ত্র-মাদক সহ ৩


মেদিনীপুর শহরে  অবশেষে গুলি কাণ্ডের সমস্ত দুষ্কৃতিকেই গ্রেফতার করতে সক্ষম হল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ৷ সোমবার ভোরে অস্ত্র ও গাঁজা সহ জেলা ছাড়ার চেষ্টা করতেই পুলিশের হাতে ধরা পড়ে তারা ৷ 

Asianet News Bangla | Published : Aug 30, 2021 12:14 PM IST

মেদিনীপুর শহরে  অবশেষে গুলি কাণ্ডের সমস্ত দুষ্কৃতিকেই গ্রেফতার করতে সক্ষম হল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ৷ সোমবার ভোরে অস্ত্র ও গাঁজা সহ জেলা ছাড়ার চেষ্টা করতেই পুলিশের হাতে ধরা পড়ে তারা ৷ পুলিশ সুপার জানিয়েছেন- প্রধান অভিযুক্তকে ধরার পরে বাকি ৩ জনের খোঁজে ২০ টি থানা এলাকায় ৬০ টি টিমকে কাজে লাগানো হয়েছিল ৷ সেই কড়া নজরদারিতেই কোতোয়ালির মোহনপুর থেকে গ্রেফতার হয় বাকি তিনজন ৷ 

আরও পড়ুন, আজও শহরে প্রেম নামে, অজান্তেই ছুঁয়ে যায় বুদ্ধদেব-র 'ঋজু'-'নয়না'রা

গত শনিবার রাতে মেদিনীপুর শহরের ধর্মা ও পদ্মাবতী শ্মশানঘাট এলাকাতে চার সশস্ত্র দুষ্কৃতি শুন্যে গুলি চালিয়ে আতঙ্ক তৈরী করেছিল ৷ ধর্মাতে এলাকায় একটি হোটেলে ঢুকে হোটেল মালিককে বন্দুকের সামনে হুমকি দেয় ৷ তোলাবাজির চেষ্টা করেছিল তারা ৷ পরে সেখান থেকে শুন্যে গুলি চালিয়ে পদ্মাবতী শ্মশানঘাট এলাকাতে এক ব্যাক্তিকে বন্দুক নিয়ে হুমকি দিয়েছিল খুনের ৷ পরে শুন্যে গুলিও চালায় ৷ ঘটনার পর থেকে আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছিল ৷ রাতেই পুলিশ এই কান্ডের মুল পান্ডা সুমন সিং ওরফে মোটা রাজাকে অস্ত্র সহ গ্রেফতার করেছিল ৷ তারপর তাকে জেরা করে বাকিদের খোঁজে জেলা জুড়ে খোঁজ শুরু হয়েছিল ৷ 

আরও পড়ুন, 'বাংলাদেশ সহ অসমের উগ্রবাদীরা আশ্রয় নিচ্ছে রাজ্যে', 'সন্ত্রাসের আঁতুড়ঘর' বলে তোপ দিলীপের

সোমবার এক সাংবাদিক সম্মেলনে পুলিশ দিনেশ কুমার জানিয়েছেন, 'প্রতি থানা এলাকায় ৩ টি করে মোট ৬০ টি পুলিশের টিমকে কাজে লাগানো হয়েছিল ৷ সেই নজরদারিতেই মোহনপুর এলাকা থেকে বাকি ফেরার থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷ তারা অস্ত্র ও গাঁজা নিয়ে জেলা থেকে পালানোর চেষ্টা করছিল ৷পুলিশে তাদের গ্রফতার করে তাদের কাছ থেকে তিনটি বন্দুক, কার্তুজ ও প্রায়  ২৬ কেজি গাঁজা উদ্ধার করেছে ৷  ধৃতেরা সকলেই বিভিন্ন পুরনো অপরাধের সঙ্গে জড়িত ৷ 

আরও পড়ুন, 'জগদ্ধাত্রী পুজো পর্যন্ত উপনির্বাচন নয়', শাসকদলের চাপ বাড়িয়ে টুইট তথাগতর

অন্যদিকে রবিবার রাতে জেলার ওড়িষ্যা সীমান্তে নাকা চেকিং এর সময় পুলিশ একটি টাটা ইন্ডিকা গাড়ি সহ বিপুল পরিমান গাঁজা উদ্ধার করেছে ৷ গাড়িতে থাকা দুই মহিলা ও একজন যুবককে গ্রেফতার করা হয়েছে ৷ গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে ৷ পুলিশ সুপার জানিয়েছেন- আন্তরাজ্য নাকা চেকিং এ ওড়িষ্যা থেকে এই রাজ্যে গাঁজা পাচারের চেষ্টা ব্যার্থ করা হয়েছে ৷ গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের ৷

 আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

 

Share this article
click me!