করোনার ভাইরাসের প্রকোপ পড়েছে ভারতের বুকে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় বেড়েছে ৬৪ জন। এমনই পরিস্থিতিতে কড়া নজরদারিতে ঢেকে ফেলা হচ্ছে গোটা দেশ। পিছিয়ে নেই রাজ্য। একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। শনিবার রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ক্রমেই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা।
আরও পড়ুন, ৬ মাস বিনামূল্য়ে রেশন দেবে রাজ্য়, করোনা আতঙ্কে ঘোষণা মুখ্য়মন্ত্রীর
কীভাবে মোকাবিলা করবে দেশ তথা রাজ্যবাসী, সেই নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩। পরিস্থিতিতর মোকাবিলা করতে একাধিক উপদেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জানালেন, বাড়িয়ে তুলতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা। বদলাতে হবে খাদ্য তালিকা। ডায়েট আর নয়। করোনার থাবা কেবল মাত্র প্রাবীণ মানুষদের ওপর পড়ছে এমনটা নয়। যেকোনও বয়সেই করোনা হতে পারে।
আরও পড়ুন, করোনা রুখতে বাতিল আরও এক পরীক্ষা, অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল পিএসসি
আরও পড়ুন, 'চাইনিজ-নেপালিজ' তোমরা রোগ নিয়ে এসেছ, ফেসবুকে ভাইরাল কলকাতার জাতি বিদ্বেষ
নিরাপদ নন কেউ। শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে ভিটামিন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে হবে। পাশাপাশি তিনি এও বলেন বাইরের খাবার এড়িয়ে চলতে হবে। কাঁচা সব্জি না খাওয়ার উপদেশও দেন তিনি। বারে বারে হাত ধুতে হবে। সাবধানে থাকতে হবে সকলকেই। সাবধানে রাখতে হবে বাড়ির শিশুদেরও। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত রেস্তোরা বন্ধ রাখার কথাও জানানো হয়েছে।