মোদীকে জন্মদিনের শুভেচ্ছা মমতার, টেক্কা দিলেন রাহুল, অখিলেশদের

Published : Sep 17, 2019, 11:11 AM ISTUpdated : Sep 17, 2019, 11:36 AM IST
মোদীকে জন্মদিনের শুভেচ্ছা মমতার, টেক্কা দিলেন রাহুল, অখিলেশদের

সংক্ষিপ্ত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারই দিল্লিতে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর

প্রায় দেড় বছর পর বুধবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। তার আগের দিন নরেন্দ্র মোদীর জন্মদিনে টুইট করে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তাঁর সংক্ষিপ্ত বার্তা, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে জন্মদিনের শুভেচ্ছা।'

 

 

মঙ্গলবার ৬৯ বছরে পা দিলেন নরেন্দ্র মোদী। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে অবশ্য বিরোধী অনেক নেতানেত্রীদেরই টেক্কা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী নেতানেত্রীদের মধ্যে কার্যত সবার আগেই প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলনেত্রী। সকাল দশটার পরেও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গাঁধী, কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীদের টুইটার অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীর উদ্দেশে জন্মদিনের কোনও শুভেচ্ছাবার্তা দেখা যায়নি। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, বহুজন সমাজ পার্টির মায়াবতীরাও সকাল দশটা পর্যন্ত প্রধানমন্ত্রীকে কোনও শুভেচ্ছা জানাননি। 

 

 

 

বিরোধী নেতাদের মধ্যে অবশ্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ডিএমকে নেতা এম কে স্ট্যালিনরা প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য তার অনেক আগেই প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। 

আরও পড়ুন- কল্যাণেশ্বরী মন্দিরে যশোদা বেন, প্রধানমন্ত্রীর জন্মদিনের আগে কার মঙ্গল কামনা করলেন তিনি, দেখুন ছবিতে

আরও পড়ুন- রাজীবকে বাঁচাতেই কি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, সোশ্যাল মিডিয়ার নাম করে মমতাকে খোঁচা বাবুলের

দুই নেতানেত্রীর মধ্য়ে রাজনৈতিক সংঘাত থাকলেও সৌজন্যবোধের কখনওই অভাব হয়নি। প্রধানমন্ত্রীর জন্মদিনেও তা ফের একবার বুঝিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। বুধবার মমতা- মোদী বৈঠকে কী হয়, সেদিকেই এখন অধীর আগ্রহে তাকিয়ে রাজনৈতিক মহল। 
 

PREV
click me!

Recommended Stories

মাত্র ৫ টাকায় ডিম-ভাত এবার বারুইপুর হাসপাতালে, প্রথম দিনে সঙ্গে ছিল ফুলকপির তরকারি
SIR-এর মধ্যেই কী করে নাম তুলবেন নতুন ভোটার ও বাদ পড়া ভোটাররা? রইল নতুন আপডেট