সাতসকালেই বজ্রাঘাতের বলি, বাবার জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে ছেলের মৃত্যু, আহত একাধিক

  • মুর্শিদাবাদে রবিবার সাতসকালে বজ্রাঘাতের বলি 
  • বাবার জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে  ছেলের মৃত্যু 
  • তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে 
  •  ২ জন গুরুতর জখম হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে 


সকালে মর্মান্তিক বজ্রাঘাতের বলি। বাবার জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে  ছেলের মৃত্যু। আহত একাধিক। বিকট আওয়াজ শুনে স্থানীয়রা গুরুতর জখমদের  আমবাগান থেকে মাটিতে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় ইন্দো-বাংলা সীমান্তের মুর্শিদাবাদে নেমে এসেছে শোকের ছায়া। 

আরও পড়ুন, 'পুরোটাই বিরোধীদের শাস্তি দিতে করা হচ্ছে', ভোট পরবর্তী হিংসার ইস্যুতে মমতাকে তোপ রাজ্যপালের . 

Latest Videos

 

 

জানা গিয়েছে, সকালে ইন্দো-বাংলা সীমান্তের মুর্শিদাবাদের জোতখামার  ও পঞ্চনন্দপুরে বজ্রপাতের জেরে চরম মর্মান্তিক ঘটনা ঘটেছে।   বাবা ও ভাইয়ের জন্য খাবার দিতে গিয়ে আর ফিরতে পারল না ছেলে। আমবাগানের মধ্যে এক যুবকের মৃত্যু হয়েছে। এবং অপর ২ জন গুরুতর জখম হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। রবিবার এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।মৃতের নাম সাহেব শেখ (৪২) , আহতরা হলেন শরৎ ঘোষ ও প্রসেঞ্জিত ঘোষ । জানা গিয়েছে, আমের মরশুমে ঠিকায়  আমবাগান নেওয়া বাড়ির কর্তাদের জন্য জলখাবার নিয়ে যাচ্ছিল একদিকে জোতখামারের  সাহেব শেখ অন্যদিকে পঞ্চনন্দপুর এলাকার বাসিন্দা শরৎ ঘোষ ও প্রসেঞ্জিত ঘোষ। 

আরও পড়ুন, রাতের বৃষ্টিতেও কমল না গরম, তাপমাত্রা স্বাভাবিকের ৩ ডিগ্রি উপরে কলকাতায়, কবে আসবে বর্ষা  

এরপরেই আচমকা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বজ্রপাতে দুই ভিন্ন এলাকায় একজনের মৃত্যু ও অপর দুইজন গুরুতর জখম হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। বিকট আওয়াজ শুনে স্থানীয়রা গুরুতর জখমদের  আমবাগান থেকে মাটিতে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। প্রসঙ্গত, আগেই বজ্রবিদ্যুৎ-এর পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিকে অনেকক্ষেত্রেই গুরুত্ব দিয়ে না দেখার দরুণ প্রাণ হারান অনেক চাষী। এবং ফাঁকা এলাকার মধ্যেই বেশিরভাগ সময় বজ্রপাতে তড়িতাহিত হয়ে মৃত্য়ু হয়।

Share this article
click me!

Latest Videos

প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News