বিধায়ক হত্যা কাণ্ডে স্বস্তিতে মুকুল, নদিয়ায় প্রবেশে বাধা রইল না

  • বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুন কাণ্ডে স্বস্তিতে মুকুল 
  • নদিয়ায় প্রবেশে বাধা রইল না 
  • নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট 


বিধায়ক সত্যজিৎ বিশ্বাল হত্যাকাণ্ডে আগেই স্বস্তি পেয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়। এবার এই মামলার জেরে তাঁর নদিয়া জেলায় প্রবেশের উপরে যে নিষেধাজ্ঞা ছিল, তাও প্রত্যাহার করে নিল আদালত। 

এ বছর সরস্বতী পুজোর আগের দিন খুন হন নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। সেই খুনের ঘটনায় ষড়যন্ত্রকারী হিসেবে মুকুল রায়ের নামে অভিযোগ দায়ের করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এর পাল্টা হিসেবে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন মুকুল রায়। সেই মামলাতেই মুকুলকে গ্রেফতার না করার নির্দেশ দেওয়ার পাশাপাশি নদিয়া জেলাতে মুকুল প্রবেশ করতে পারবেন না বলেও জানিয়েছিল আদালত। 

Latest Videos

কিন্তু গত মে মাসে বিধায়ক খুনের ঘটনায় সিআইডি যে চার্জশিট জমা দেয় আদালতে, তাতে অভিযুক্ত হিসেবে মুকুল রায়ের নাম ছিল না। সেই কারণেই এই মামলা থেকে আপাতত অব্যাহতি পেলেন মুকুল রায়। এ দিন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, নদিয়ায় প্রবেশের ক্ষেত্রে মুকুল রায়ের উপরে আর কোনও নিষেধাজ্ঞা থাকছে না।  বিজেপি নেতার আইনজীবী শুভাশিস দাশগুপ্ত জানিয়েছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় এবং চার্জশিটে মুকুলের নাম না থাকায় বিজেপি নেতার দায়ের করা আগাম জামিনের মামলাটিও তাঁরা প্রত্যাহার করে নিচ্ছেন। তবে ভবিষ্যতে এই খুনের ঘটনায় ফের পুলিশ বা সিআইডি মুকুলকে জড়ালে তাঁরা যাতে ফের আদালতে আবেদনের সুযোগ পান, সেই অনুমতিও এ দিন আদালতের কাছে চান মুকুলের আইনজীবী। 
 

Share this article
click me!

Latest Videos

'দুর্নীতি করবে বলেই এরা এই প্রকল্প চালু করেছে' ট্যাব দুর্নীতিতে সরব অধীর রঞ্জন চৌধুরী
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!
Suvendu Adhikari: 'তৃণমূল বাচ্চাদের ট্যাবও খেয়ে ফেলছে' চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর
‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari