কোটি টাকা কাটমানি দিয়ে দলের সভাপতি, শঙ্কর সিংহের নামে পড়ল পোস্টার

  • রানাঘাটের বিধায়ক শঙ্কর সিংহ
  • প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা এবার কাটমানি বিতর্কে
  • কাটমানি দিয়ে দলীয় পদ পাওয়ার অভিযোগ
  • রানাঘাট শহরে ছড়িয়ে দেওয়া হল পোস্টার

কাটমানি বিতর্কে এবার নাম জড়াল প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা এবং রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি শঙ্কর সিংহের বিরুদ্ধে। প্রবীণ এই তৃণমূল কংগ্রেস নেতার নামে সোমবার রানাঘাট শহরের বিভিন্ন এলাকায়  পোস্টার পড়েছে। তবে কাটমানি নেওয়া নয়, কাটমানি দেওয়ার দিয়ে দলীয় পদ পাওয়ার অভিযোগ উঠেছে। 

সোমবার সকালে রানাঘাট থানার রামনগর, আইসতলা, গড়েরবাগান, হবিবপুর-সহ একাধিক জায়গায় বিধায়ক শঙ্কর সিংহের বিরুদ্ধে এই পোস্টার দেখতে পান সাধারণ মানুষ। পোস্টারে শঙ্কর সিংহের ছবি এবং নাম দিয়ে অভিযোগ করা হয়েছে, একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং সংস্থার সূত্রে হাতে আসা কোটি কোটি টাকা কাটমানি খরচ করে রানাঘাট সাংগঠিনকি  জেলার সভাপতি হয়েছেন তিনি। 

Latest Videos

এই সমস্ত অভিযোগই উড়িয়ে দিয়েছেন শঙ্কর সিংহ। তিনি বলেন, 'আমি ছেচল্লিশ বছর ধরে রাজনীতি করছি। শঙ্কর সিংহ কাটমানি নেয় কিনা, তা রানাঘাটের মানুষ জানেন।'

প্রসঙ্গত যে সংস্থার কথা বলা হয়েছে, সেটি শঙ্কর সিংহেরই বলে স্বীকার করেছেন রানাঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষ। তাঁর দাবি, ওই ঠিকাদার সংস্থার কাজকর্ম এতদিন শঙ্কর সিংহ দেখলেও এখন তাঁর ছেলে দেখাশোনা করেন। সৎ পথেই নিয়ম মেনে ওই সংস্থা ব্যবসা করেও বলে দাবি করেছেন তাপসবাবু। তাঁর অভিযোগ, তৃণমূল থেকে এখনও যাঁরা বিজেপি-র সঙ্গে যোগাযোগ রাখছে, তাঁরাই উদেশ্যপ্রণোদিত ভাবে শঙ্কর সিংহের ভাবমূর্তি ও দলের ভাব মূর্তিকে কালিমালিপ্ত করার উদ্দেশ্যেই এই কাজ করেছে। 

প্রসঙ্গত লোকসভা ভোটের পর সংগঠনিক ভাবে নদিয়া জেলাকে ভাগ করে শঙ্কর সিংহকে রানাঘাট জেলার সভাপতি করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরই সেই সিদ্ধান্তের বিরোধিতা করে ট্রেনের ভিতরেও পোস্টার পড়েছিল শঙ্কর সিংহের নামে। এবার কাট মানি দিয়ে জেলা সভাপতির পদ পাওয়ার অভিযোগে পোস্টার পড়ল। 

অন্যদিকে এই ঘটনাকে নিয়ে কটাক্ষ করেছেন রানাঘাট দক্ষিণের বিজেপি সভাপতি মানবেন্দ্র রায়। তাঁর বক্তব্য, কাটমানি দিয়ে যদি জেলা সভাপতির পদ পেয়ে থাকেন শঙ্কর সিংহ, তবে সেই কাটমানি কি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন? কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, তা তদন্ত করছে রানাঘাট থানার পুলিশ।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
'দুর্নীতি করবে বলেই এরা এই প্রকল্প চালু করেছে' ট্যাব দুর্নীতিতে সরব অধীর রঞ্জন চৌধুরী
ক্যামেরা ছিনিয়ে সাংবাদিকের উপর তাণ্ডব! তীব্র বিক্ষোভ মুর্শিদাবাদের রানিতলায় | Murshidabad News Today