প্রধানমন্ত্রীর জন্মদিন পালনে বাধা, অশোকনগরে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বিজেপির

Published : Sep 17, 2020, 08:38 PM ISTUpdated : Sep 17, 2020, 08:42 PM IST
প্রধানমন্ত্রীর জন্মদিন পালনে বাধা, অশোকনগরে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বিজেপির

সংক্ষিপ্ত

অশোকনগরে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন অনুষ্ঠান পুলিশের বাধায় অনুষ্ঠান বন্ধ করল বিজেপি ঘটনার জেরে এলাকায় উত্তেজনা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ বিজেপি নেতৃত্বের

বৃহস্পতিবার সত্তোর পূর্ণ করে একাত্তোরে পা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর জন্মদিন ঘিরে দেশ জুড়ে নানা অনুষ্ঠান করছেন বিজেপি কর্মী সমর্থকরা। পশ্চিমবঙ্গেও পিছিয়ে নেই। জেলাগুলিতে নানান অনুষ্ঠানের মাধ্য়মে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত হয়। কিন্তু, অশোকনগরে পুলিশের বাধায় বন্ধ হল বিজেপির প্রধানমন্ত্রীর পালন অনুষ্ঠান।

আরও পড়ুন-থানার লকআপে আত্মঘাতী ধর্ষণে অভিযুক্ত যুবক, চাঞ্চল্য় বর্ধমানের কেতুগ্রামে

জানাগেছে, অশোকনগর বারো নম্বর ওয়ার্ডে বিজেপির উদ্য়োগে এই প্রধানমন্ত্রীর জন্মদিন পালন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেজন্য রীতিমিত মঞ্চ খাটিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সময় অশোকনগর থানার পুলিশ পৌঁছে অনুষ্ঠান বন্ধ করে দেয়। করোনা আবহে পুলিশের অনুমতি ছাড়াই প্রধানমন্ত্রীর জন্মদিন পালন অনুষ্ঠান করা হয় বলে অভিযোগ। সেকারনে বিজেপির অনুষ্ঠান বন্ধ করে দেয়।

আরও পড়ুন-বচসার জেরে প্রকাশ্য় রাস্তায় গাড়ি চালককে 'কুপিয়ে খুন', মগরাহাটে উত্তেজনা

১২ নম্বর ওয়ার্ড বিজেপির অভিযোগ, ওই এলাকায় বিজেপির সেভাবে কর্মী সংখ্য়া নেই। সে কারণে তৃণমূলের উস্কানিতে পুলিশ বিজেপির অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ। তৃণমূল ও পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপির জেলা সভাপতি শঙ্কর চট্টোপাধ্য়ায়।
 

PREV
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?