রেলকর্মীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুধু তাই নয়, ওই মহিলার বাধা দেওয়ায় তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ। মহিলার চিৎকার শুনে তাঁর ভাই বাঁচাতে এলে অভিযুক্ত যুবক তাঁকেও মারধর করে বলে অভিযোগ।
আরও পড়ুন-২৫০ বছরের ঐতিহ্য, এবছর নমোনমো করেই হচ্ছে মহিষাদল রাজবাড়ির পুজো
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বারুইপুরে। জানাগেছে, রেল দফতরের কর্মী ওই মহিলা রবিবার সকাল সাড়ে ছটা নাগাদ কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন। সেই প্রতিবেশী যুবক মোজাফ্ফর হোসেন মোল্লা ওই মহিলার উদ্দেশ্যে কটূক্তি করে বলে অভিযোগ। তাঁর শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। ওই মহিলা বাধা দেওয়ায় তাঁকে মারধর করা হয়। এই অবস্থায় চিৎকার করতে থাকেন মহিলা। দিদির চিৎকার শুনে ভাই ওই প্রতিবেশী যুবককে বাধা দিলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাটি জানাজানি হতেই ক্ষোভ প্রকাশ করেন এলাকার মানুষ।
আরও পড়ুন-ভার্চুয়ালে এবার পুরুলিয়ার দুর্গাপুজো, ফেসবুক, ইউটিউবে সরসরি দেখতে পাবেন দর্শকরা
অভিযোগ, আগেও ওই মহিলাকে উত্যক্ত করত প্রতিবেশী যুবক মোজাফ্ফর হোসেন মোল্লা। সেসময় সে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছিল। এরপর ফের একই ঘটনার পুনারাবৃত্তি ঘটে। বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।