করমর্দন ও হস্তচুম্বন থেকে বিরত থাকার 'নির্মল' পরামর্শ

  • এসএসকেএমে কুকুরের ডায়ালিসিসিসের ব্য়বস্থা করেছিলেন তিনি
  • যাতে করে সাধারণ রোগীদের জীবন বিপন্ন হওয়ার জোগাড় হয়েছিল
  • এবার শাসক দলের সেই চিকিৎসক নেতা নির্মল মাজি করোনা নিয়ে পরামর্শ দিলেন
  • বললেন, ষোলোআনা বাঙালি হতে হবে, বিদেশিদের মতো করমর্দন ও হস্তচুম্বন বন্ধ করতে হবে

এসএসকেএমে কুকুরের ডায়ালিসিসের ব্য়বস্থা করে সাধারণ রোগীদের জীবন বিপন্ন করেছিলেন যে নির্মল মাজি, তিনিই এবার করোনা নিয়ে তাঁর নির্মল-বাণী শোনালেন

রবিবাসরীয় সকালে উলুবেড়িয়ায় এসে রাজ্য়ের শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী তথা আইএমএ-র রাজ্য় সভাপতি পরামর্শ দিলেন, 'ষোলোআনা বাঙালিয়ানা' ফিরিয়ে আনতে হবে তাঁর কথায়, "বাঙালিরা এখন বিদেশি রীতিনিতি অনুযায়ী করমর্দন ও হস্ত চুম্বনে অভ্য়স্ত হয়ে পড়েছে এতে করে করোনা ভাইরাস সংক্রামিত হতে পারে তাই বিদেশি সংস্কৃতির করমর্দন বা হস্ত চুম্বনের পরিবর্তে শুভাকাঙ্খীদের হাত জোড় করে সম্ভাষণ করুন তাতে করে এই ভাইরাস সংক্রামিত হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে"

Latest Videos

রবিবার আমতায় এক দলীয় কর্মসূচিতে  এসেছিলেন শাসকদলের এই চিকিৎসক নেতাসেখানেই তিনি এক সাংবাদিক সম্মেলন করে বলেন, করোনা নিয়ে আতঙ্কের কিছু নেইতাঁর কথায়,  "এদেশে ১৩০ কোটি মানুষের মধ্য়ে এখনও পর্যন্ত মাত্র দুজনের মৃত্য়ু হয়েছে এই সংক্রমণেকিছু বিধিনিষেধ মেনে চলতে পারলেই করোনাকে প্রতিরোধ করা দরকারতাঁর পরামর্শ, শাকসবজি ভিজিয়ে রাখার পর ভাল করে সেদ্ধ করে খানহাত থেকে কনুই  পর্যন্ত ভাল করে সাবান দিয়ে ধোনচিন্তা করবেন নারাজ্য়ে করোনা সংক্রমণ মোকাবিলার উপযুক্ত ব্য়বস্থা রয়েছেপ্রত্য়েকটা বড় হাসপাতালে পুরুষ ও মহিলাদের জন্য় দশটি করে শয্য়া সংরক্ষিত রয়েছেএছাড়াও দশটি করে  ইনটেনসিভ থেরাপিউটিক ইউনিট রাখা আছে" নির্মল মাজির দাবি, সাংবাদিকদেরও এগিয়ে আসতে হবে যাতে করে অহেতুক আতঙ্ক না-ছড়ায় আর মানুষ সচেতন

Share this article
click me!

Latest Videos

'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর