মদ্য়প চালকের বেপরোয়া গাড়ি চালানোর জের, জলপাইগুড়ির দুর্ঘটনা কাড়ল প্রাণ

  • রবিবার রাতে  তীব্র গতিতে ছুটে আসে দুধসাদা জাইলো গাড়ি
  • ওই জাইলো গাড়ির চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন
  • গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান সাইকেল আরোহি সুমিত
  • গুরুতরভাবে জখম ৩ জনকে  হাসপাতালে নেওয়া হয়েছে
     

জলপাইগুড়িতে, বেপরোয়াভাবে ছুটে আসা গাড়ির ধাক্কায় ঘটে গেলে বড় সড় দুর্ঘটনা। জাইলো গাড়ির পরপর ধাক্কায় বিকট শব্দে চাঞ্চল্য় ছড়াল রবিবার রাতে। ঘটনাস্থলেই প্রাণ হারালেন  সুমিত লামা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি মহিলা থানার সামনে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ১ জন এবং  গুরুতরভাবে জখম হয়েছেন আরও ২ জন। আপাতত ৩ জন কেই ঘটনাস্থল থেকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্য়েই ওই জাইলো গাড়ির চালককে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুুন, জেএনইউ-তে হামলা গণতন্ত্রের লজ্জা, টুইটারে তীব্র ক্ষোভ মমতার

Latest Videos

রবিবার রাতে হঠাৎ বেপরোয়াভাবে তীব্র গতিতে ছুটে আসে একটি দুধসাদা রঙের জাইলো গাড়ি। তারপরেই ৩০০ মিটার ব্যাবধানে পর পর  ধাক্কা মারে ওই জাইলো গাড়িটি। স্বাভাবিকভাবে বিকট আওয়াজ পেয়ে শীতের রাতে, রীতিমত চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে। এমনিতেই গত কয়েকদিন যাবৎ আবহাওয়া খারাপ থাকায়, ঘন কুয়াশায় ঢেকেছে জলপাইগুড়ি। তার উপর সেই মুহূর্তে একই রাস্তা দিয়ে যাচ্ছিলেন সাইকেল আরোহি সুমিত লামা। তারপরই দ্রুতবেগে ছুটে আসা জাইলো গাড়িটি  সুমিত লামাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান সুমিত। 

আরও পড়ুন, অনুব্রতর আন্দোলনে ব্রাত্য শতাব্দী, আমন্ত্রণই পাচ্ছেন না বীরভূমের সাংসদ

পুলিশি তদন্তে উঠে এসেছে, জাইলো গাড়িটি শুধু একবার নয় একাধিকবার ধাক্কা মারে। গাড়ির বেগ এতটাই ছিল যে, যার ফলে রোড ডিভাইডারের এক অংশও ভেঙে গিয়েছে। হুড়মড়িয়ে ভেঙে পড়েছে রাস্তার ল্য়াম্প পোস্ট।অপরদিকে, দুর্ঘটনার বিকট শব্দে পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। গাড়িতে আটক ১ জন কে দড়জা কেটে উদ্ধার করে দমকল বাহিনী। পুলিশি জেরায় জানতে পারা গিয়েছে, জাইলো গাড়ির চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। এদিকে রাজ্য় পুলিশ প্রশাসনের তরফে বারবার 'সেফ ড্রাইভ সেফ লাইফ' নিয়ে কড়া সর্তকতা জারি করা সত্ত্বেও উঠে আসছে একের পর এক পথ-দুর্ঘটনা। 
 

Share this article
click me!

Latest Videos

'এটা কোন মুখ্যমন্ত্রী? হিন্দুদের দায়িত্ব মুসলিমরা নেবে, বাংলাদেশ হয়ে যাবে তো' | Suvendu Adhikari
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
'আজ অনুপ্রেরণার ছবি হাওয়া, নেতাজিময় চারিদিক' জোর দিলেন শুভেন্দু | Suvendu Adhikari on Netaji
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
‘Mamata Banerjee আর Modi দুজনেই ‘বিভাজনের রাজনীতি করছেন’ বিস্ফোরক মন্তব্য Adhir Ranjan Chowdhury