পথের উপরে আচমকা বিষধর সাপ, মর্মান্তিক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু দিঘায়

 

  • দিঘায় অটো উল্টে মৃত্যু পর্যটকের
  • রাস্তার উপরে আচমকা চলে আসে সাপ
  • সাপ দেখেই নিয়ন্ত্রণ হারান চালক
  • বাসে ধাক্কা মেরে উল্টে যায় অটো

debamoy ghosh | Published : Jun 26, 2019 3:46 AM IST

অটোর সামনে আচমকা চলে এল বিষধর সাপ। তা দেখেই ঘাবড়ে নিয়ন্ত্রণ হারালেন চালক, যার জেরে সাতসকালে দিঘায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। সরকারি বাসে ধাক্কা মেরে অটো উল্টে গিয়ে মৃত্যু হল এক পর্যটকের। আহত হলেন আরও দু' জন।

আরও পড়ুন- দিঘা-মন্দারমণি নয়! সস্তায় ও নিরালায় ছুটি কাটাতে যান জুনপুট ও বাঁকিপুট

জানা গিয়েছে, এ দিন সকালে উত্তর চব্বিশ পরগণার গোবরডাঙা থেকে আসা পর্যটকদের একটি দল অটোতে চড়ে দিঘা মোহনার দিকে যাচ্ছিল। অটোটিতে মোট ৯ জন পর্যটক ছিলেন। নিউ দিঘার একটি হোটেলের সামনে আচমকা অটোর সামনে রাস্তার উপর একটি বিষধর লাফ দিয়ে পড়ে। আর তা দেখেই ঘাবড়ে যান অটোচালক। সাপটিকে পাশ কাটিয়ে যেতে গিয়ে প্রথমে উল্টো দিক থেকে আসা একটি সরকারি বাসে ধাক্কা মারে অটোতি। এর পরে সেটি রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মেরে উল্টে যায়। 

ঘটনাস্থলেই মৃত্যু হয় সেমন্তী মণ্ডল নামে এক পর্যটকের মৃত্যু হয়। আহত দুই পর্যটককে উদ্ধার করে দিঘা হাসপাতালে পাঠায় পুলিশ। দুই আহতের মধ্যে অটোচালক নিজেও রয়েছেন। জানা গিয়েছে, উত্তর  চব্বিশ পরগণার গোবরডাঙার বাসুবদেবপুর থেকে ওই পর্যটকরা দিঘায় বেড়াতে এসেছিলেন। আর সেখানেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। 


 

Share this article
click me!