'কে দলের আসল, কে নকল, এতদিনে চেনা গেল', এসএসসিকাণ্ডের পর মন্দিরে মাথা ঠেকালেন মন্ত্রী পরেশ

এসএসসি দুর্নীতিকাণ্ডে তিন দিনে ১৬ ঘন্টারও বেশি সময় ধরে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। ইতিমধ্যেই পরেশ অধিকারী কলকাতা ফিরে গিয়েছেন মেখলিগঞ্জে। সেখানে পৌছে কয়েকিট মন্দিরে গিয়েছেন তিনি। গিয়েছেন মাজারেও। 

এসএসসি দুর্নীতিকাণ্ডে তিন দিনে ১৬ ঘন্টারও বেশি সময় ধরে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। ইতিমধ্যেই পরেশ অধিকারী কলকাতা ফিরে গিয়েছেন মেখলিগঞ্জে। সেখানে পৌছে কয়েকিট মন্দিরে গিয়েছেন তিনি। গিয়েছেন মাজারেও। উল্লেখ্য সোমবার সকালে কলকাতা ছাড়েন পরেশ। বিমানে চড়ে বাগডোগরা পৌঁছন তিনি। সেখান থেকে সড়কপথে হলদি বাড়িতে যান তিনি। পরেশ অধিকারী পৌছতেই তাঁকে ফুল দিয়ে স্বাগত জানায় দলের কর্মীরা। এরপর হলদি বাড়িতে তৃণমূল দফতরে যান তিনি। সেখানে বেরিয়ে হলদি বাড়ি বাজারে পুজো দেন। পার্থনা করেন তিনি। 

দুর্গামন্দিরে পুজো দেওয়ার পর হলদিবাড়িতে একটি মাজারে গিয়েও পার্থনা করেন তিনি। সেখান থেকে তিনি রওনা দেন নিজের বাড়ির উদ্দেশ্যে। মেখলিগঞ্জে কর্মীসমর্থকেরা, পরেশকে সংবর্ধনা দেন। এছাড়াও মেখলিগঞ্জি একটি মন্দিরে পুজো দেন  রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। কোচবিহারের এনএন মেমোরিয়াল হলে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করেন পরেশ অধিকারী। ঘরোয়া বৈঠক হলেও শুরুতেই সবাইকে মোবাইল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। এমনকি সংবাদ মাধ্যমকেও ছবি তুলতে বাধা দেওয়া হয়েছে। বৈঠকে পরেশ অধিকারী বলেন, আইন আইনের মতো চলবে। কোনও চিন্তা নেই। তিনি আবার আগের মতোই সব জায়গায় যাবেন। কলকাতার দলের নের্তৃত্ব তাঁর সঙ্গে আছেন বলে জানান তিনি। পরেশ বলেন', এই কয়েকদিনের মধ্যে দেখা গেল, কে দলের আসল লোক আর কে নকল।'

Latest Videos

আরও পড়ুন, পার্থ-পরেশ-কেষ্ট-র মোট সম্পত্তি কত ? ৫ বছরের আয়কর রির্টান জানতে চেয়ে চিঠি সিবিআই-র

এসএসসি দুর্নীতি মামলায় এমনিতেই সিবিআই-র কড়া নজরে রয়েছেন পরেশ অধিকারী। এর মধ্যে পরেশ অধিকারীর নিজের মেয়ের নিয়োগ নিয়েই উঠেছে প্রশ্ন। অভিযোগ, মেধা তালিকায় না থেকেও মন্ত্রীর মেয়ে চাকরি পেয়ে গিয়েছেন। এনিয়ে ববিতা সরকার নামে এক পরীক্ষার্থী মামলা করেছিলেন। ববিতার দাবি, তাঁর থেকে কম নাম্বার ছিল মন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। তারপরেও নিয়োগপত্র হাতে পাননি ববিতা। অথচ ২০১৮ সালে মেখলিগঞ্জের একটি স্কুলে চাকরি পান অঙ্কিতা অধিকারী।  সেই নিয়োগ ইতিমধ্যেই বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। কোচবিহারের স্কুল থেকে বরখাস্ত হয়েছেন অঙ্কিতা। তাঁকে পুরো বেতনের টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন, ২৬ জুন ভোট, গণনা-ফলপ্রকাশ কবে ? দীর্ঘ ৫ বছর পর নির্বাচন হতে চলেছে পাহাড়ে

প্রসঙ্গত, একদা ফরোয়ার্ড ব্লকের নেতা ছিলেন পরেশ অধিকারী। রাজ্যের খাদ্য মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। দল বদলে যখন ২০১৯ সালে তিনি তৃণমূলে এলেন, তখন তাঁর প্রভাব কমেনি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, 'মেয়ের চাকরি সহ তিনটি শর্তেই তৃণমূলে এসেছিলেন পরেশ। পরে লোকসবা ভোটে হারলেও যখন বিধানসভা ভোটে জিতলেন , তখন রাজ্যের শিক্ষাপ্রতিমন্ত্রী করে দেন মমতা বন্দ্য়োপাধ্যায়।'

আরও পড়ুন, আজ ফের কেষ্টকে তলব করল সিবিআই, 'প্রতিহিংসার রাজনীতি' বললেন কুণাল

Share this article
click me!

Latest Videos

PM Modi Live : সেনা দিবসে যুদ্ধ জাহাজের কমিশন করলেন প্রধানমন্ত্রী মোদী, দেখুন | Asianet News Bangla
'স্যালাইন কাণ্ডে মমতার গ্রেফতারি চাই', স্বাস্থ্য ভবনের সামনে ঝাঁঝিয়ে উঠলেন Suvendu Adhikari
'প্রতিটা কাজের নির্দিষ্ট সময় থাকে, সঠিক সময়ে সঠিক কাজ করে দেবো' ঢাকাকে চরম বার্তা মোদীর! | PM Modi
'কে মরল ওনার কি! স্বাস্থ্যমন্ত্রীর গোটা পরিবার বিদেশে চিকিৎসা করায়' তোপ শুভেন্দুর |Suvendu Adhikari
PM Modi Live: মুম্বইয়ে ইসকন মন্দিরের উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী, দেখুন সরাসরি