সংক্ষিপ্ত
দীর্ঘ ৫ বছর পর জিটিএ নির্বাচন হতে চলেছে পাহাড়ে। মঙ্গলবার দার্জিলিংয়ে সর্বদলীয় বৈঠক শেষে দিনক্ষণ ঘোষণা করল দার্জিলিং জেলা প্রশাসন।
দীর্ঘ ৫ বছর পর জিটিএ নির্বাচন হতে চলেছে পাহাড়ে। মঙ্গলবার দার্জিলিংয়ে সর্বদলীয় বৈঠক শেষে দিনক্ষণ ঘোষণা করল দার্জিলিং জেলা প্রশাসন। জানা গিয়েছে, আগামী ২৬ জুন জিটিএ নির্বাচন অনু্ঠিত হতে চলেছে। ভোট গণনা এবং ফলপ্রকাশ হবে ২৯ জুন। এই মর্মে ঘোষণা করলেন নির্বাচনের দায়িত্বে থাকা, স্পেশাল অবজার্ভার। আগামী ২৭ মে সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি হবে। তবে নির্বাচন নিয়ে আপত্তি তুলেছে কয়েকটি রাজনৈতিক দল। স্পেশাল অবজার্ভার এজি বর্ধন জানিয়েছেন, আগামী ২৭ তারিখ সরকারিভাবে জিটিএ নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে, শুরু হয়ে যাবে মনোনয়ন পর্ব। প্রাথমিকভাবে পাহাড়ি দলগুলি রাজি হলেও পরে বিরোধীতা করেন বিমল গুরুং। আগে পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান চাই, তারপর জিটিএ নির্বাচন হবে বলে দাবি তোলেন। তাঁদের এই দাবি না মানলে অনশনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।
দার্জিলিংয়ে জেলা শাসক কিংবা জিটিএ নির্বাচনের রিটার্নিং অফিসারদের দায়িত্ব সামলানো এস পূর্ণ বালামের কার্যালয়ে মঙ্গলবার পাহাড়ে সবকটি রাজনৈতিক দলকে নিয়ে বসেন তিনি। ছিলেন স্পেশাল অবজারর্ভার এজি বর্ধন। তবে এখনও জিটিএ নির্বাচনের বিরোধীতায় বৈঠক বকট করে বিজেপি, জিএনএলএফ প্রতিনিধিরা। যদিও তাঁদের আপত্তি উড়িয়ে ২৭ মে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি প্রস্তুতি নিচ্ছে সরকার। স্পেশাল অবজার্ভার এজি বর্ধন জানিয়েছেন, আগামী ২৭ তারিখ সরকারিভাবে জিটিএ নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে, শুরু হয়ে যাবে মনোনয়ন পর্ব। ২৭ তারিখ থেকে ৭ দিন মনোনয়ন পর্ব চলবে। তারপর প্রত্যাহার, স্কুটিনি পেরিয়ে ২৬ জুন ভোট অনুষ্ঠিত হবে। জন্য দার্জিলিং এবং কালিংপংয়ের মহাকুমা শাসককে অতিরিক্ত রির্টানিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। জানা গিয়েছে, গণনা ও ফলপ্রকাশ হবে ২৯ জুন।
আরও পড়ুন, পার্থ-পরেশ-কেষ্ট-র মোট সম্পত্তি কত ? ৫ বছরের আয়কর রির্টান জানতে চেয়ে চিঠি সিবিআই-র
আরও পড়ুন, যুবতিকে সরকারি প্রকল্পের লোভ দেখিয়ে লাগাতার ধর্ষণ, কাঠগড়ায় তৃণমূল নেতা
প্রসঙ্গত, প্রায় ৫ বছর পর জিটিএ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। জুন মাসে এই নির্বাচন হবে বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো প্রস্তুতি শুরু হয়। নির্বাচনে প্রাথমিকভাবে পাহাড়ি দলগুলি রাজি হলেও পরে বিরোধীতা করেন বিমল গুরুং। আগে পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান চাই, তারপর জিটিএ নির্বাচন হবে বলে দাবি তোলেন। তাঁধের এই দাবি না মানলে অনশনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।এমনকি মঙ্গলবারের সর্বদল বৈঠকে নির্বাচন স্থগিত করার দাবিও তোলেন মোর্চার প্রতিনিধি। তবে মোর্চার যাবতীয় দাবিতে কার্যত জল ঢেলে ২৬ জুনই জিটিএ বিজ্ঞপ্তি জারির পথে এগোচ্ছে সরকার।