পাতিপুকুরকাণ্ডে গ্রেফতার ২, 'এখানেই রিজওয়ানুর দেহও পাওয়া গিয়েছিল', দাবি এলাকাবাসীর

পাতিপুকুরকাণ্ডে গ্রেফতার দুই। মূলত, পুলিশের তাড়া খেয়ে রেললাইনে পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর অভিযোগে অগ্নিগর্ভ পাতিপুকুর।'এখানেই রিজওয়ানুর দেহও পাওয়া গিয়েছিল' , দাবি এলাকাবাসীর।

 পাতিপুকুরকাণ্ডে গ্রেফতার দুই। মূলত, পাতিপুকুরে পুলিশের তাড়া খেয়ে রেললাইনে পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এদিকে অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় পাতিপুকুর এলাকায়।এরপরেই গোটা এলাকায় ধুন্ধুমার। পুলিশকে লক্ষ্য করে পাথর এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে এসে পৌছয় বিশাল পুলিশবাহিনী। বৃহস্পতিবার  পাতিপুকুরকাণ্ডে ২ জনকে গ্রেফতার করল রাজ্য পুলিশ।

Latest Videos

বুধবার রাতেই এই রোমহর্ষক ঘটনাটি ঘটে পাতিপুকুর এলাকায়

বুধবার রাতেই এই রোমহর্ষক ঘটনাটি ঘটে পাতিপুকুর এলাকায়। না কোনও সিনেমার শুটিং নয়, পাতিপুকুরের এই ঘটনায় গায়ে কাটা দিচ্ছে এখনও এলাকাবাসীর। বুধবার রাতে মূলত পাতিপুকুর রেল ব্রিজের উপরে কয়েকজন যুবকে জড়ো হতে দেখেন বিধানগর কমিশনারেটের আওতায় থাকা কর্তৃব্যরত পুলিশ আধিকারিকরা। তাদের ধারণা হয়, ওই জায়গায় অপরাধমূলk কোনও কাজেই জড়ো হয়েছে দুষ্কৃীতিরা। লেকটাউন থানার আধিকারিকরা তাঁদের জিজ্ঞাসাবাদ করার জন্য ব্রিজের উপরে উঠে আসতেই ঘটনার মোড় ঘোরে। পুলিশ দেখতেই ওই যুবকরা দৌড়ানো শুরু করে। তাঁদের মধ্য়ে একজন আবার লাইন পার করে পালানোর চেষ্টা করে। তখনই উল্টো দিকে আসা ট্রেনের ধাক্কায় কাটা পড়েন ওই যুবক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা।

আরও পড়ুন, বগুটুইকাণ্ডে এসডিপিও-আইসি চলে গেলেও রাতে কেন দাঁড়িয়েছিলেন নলহাটি থানার ওসি ? তলব সিবিআই-র

লাইনে পড়ে গেলে কাটা পড়ে যুবক, গোটা এলাকায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়

পাতিপুকুরে রেললাইনে কাটা পড়ে যুবকের মৃত্যু ঘিরে জোর উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকার মানুষজনের অভিযোগ কয়েকজন যুবক রেললাইনের পাশে বসে মদ্যপান করছিল। সেই সময় লেকটাউন থানার পুলিশ ধাওয়া দিলে পালাতে যায়। তখনই আচমকা ট্রেন চলে আসলে লাইনে পড়ে গেলে কাটা পড়ে সুভাষ নামে এক যুবক। এর পরেই গোটা এলাকায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে এলাকাবাসী। এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। ব্যাপক উত্তেজনার পরিস্থিতির জেরে ঘটনাস্থলে এসে পৌঁছয় জিআরপি এবং লেকটাউন থানার বিশাল পুলিশবাহিনী।

আরও পড়ুন, ছোটবেলায় গাছতলায় পড়েছেন ! নোবেল সিলেকশন কমিটিতে ডাক পেলেন নদিয়ার বাসিন্দা

আরও পড়ুন, দার্জিলিংয়ে প্রাতঃভ্রমণে বেরিয়ে নিজে হাতে মোমো বানালেন মমতা ! আনন্দে মাতল শৈল শহর

'এখানেই রিজওয়ানুর দেহও পাওয়া গিয়েছিল' -দাবি এলাকাবাসীর

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন উত্তর কলকাতার শ্যামবাজার ট্রাফিক গার্ডের আধিকারিকরা। যানজট এড়াতে বিভিন্ন রাস্তা দিয়ে ট্রাফিক পুলিশ গাড়ি ঘুরিয়ে দেয়। এলাকাবাসীদের দাবি রিজওয়ানুরের দেহ যেখানে পাওয়া গিয়েছিল, তার কাছেই এই ঘটনাটি ঘটেছে। অধিকরাতে রেল পুলিশ এসে দেহচি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। এই ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Share this article
click me!

Latest Videos

Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
জগদ্দলে গুলি ও বোমাবাজি, তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক-কে দায়ী করলেন অর্জুন সিং | Arjun Singh
চরম উত্তেজনা মাদারিহাটে, বিজেপি প্রার্থী রাহুল লোহারের গাড়িতে হামলা তৃণমূল সমর্থকদের
‘ওপারে ইউনূস এপারে মমতা দুজনেই এক’ মমতাকে তোপ শুভেন্দুর, দেখুন কী বললেন | Suvendu Adhikari
সাংবাদিকদের দেখেই দে ছুট! চাঞ্চল্য গোটা এলাকায়, ব্যপার কী? দেখুন