চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ এবং হাসপাতাল চত্বরে দালালরাজ। এই দুইয়ের জোড়া ফোলায় অতিষ্ঠ রোগীর আত্মীয়রা। হাসপাতাল কর্তৃপক্ষকে বারবাল জানিয়েও কোনও সুফল মেলেনি। এই অবস্থায় প্রতিবাদ জানিয়ে নিজেরাই রাস্তায় নামল উন্মুক্ত জনতা। রাজ্য সড়কের উপর দফায় দফায় সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।
আরও পড়ুন-ঘরের নকল চাবি তৈরি করে সুযোগ বুঝে গয়না-টাকা চুরি, নরেন্দ্রপুরে গ্রেফতার মহিলা
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলা থানা এলাকায়। ঘটনার সূত্রপাত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু ঘিরে। জানাগেছে, স্থানীয় কানাপুকুর এলাকার বাসিন্দা পেশায় দিনমজুর মিজান শেখ তাঁর বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হলে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, সেখানে দীর্ঘক্ষণ সেখানে চিকিৎসা না করেই ফেলে রাখা হয় মিজানকে। তারপর সেখান থেকে তাঁকে অন্য হাসপাতালে রেফার করা হয়। তার কিছুক্ষণ পরই মৃত্যু হয় মিজান শেখের। ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলে রোগীর পরিবার। শুধু তাই নয়, হাসপাতাল চত্বরে দালালরাজ বন্ধের দাবিতে সোচ্চার হন তাঁরা।
অপহৃত ছাত্রের দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা-ভাঙচুর, দেখুন সেই ছবি
ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ভগবানগোলা-লালগোলা রাজ্য সড়কের উপর বিক্ষোভ দেখাতে শুরু করেন উন্মুক্ত জনতা। রাস্তার উপর শুয়ে বিক্ষোভে দেখাতে থাকেন তাঁরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে ভগবানগোলা থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। ঘটনার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় রাজ্য সড়কে। দীর্ঘক্ষণ পর পরিস্থিতি আয়ত্তে আনে পুলিশ।