বাসন্তীতে পুলিশের অভিযান, উদ্ধার আগ্নেয়াস্ত্র-কার্তুজ

  • বাসন্তী এলাকায় ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার
  • উদ্ধার হল বন্দুক ও কার্তুজ
  • পুলিশের তল্লাশিতে আগ্নোয়স্ত্র উদ্ধার
  • অস্ত্র উদ্ধারে এলাকায় আতঙ্ক

Asianet News Bangla | Published : Sep 26, 2020 11:06 AM IST / Updated: Sep 26 2020, 04:42 PM IST

দক্ষিণ ২৪ পরগনা জেলায় আগ্নেয়াস্ত্র উদ্ধার অব্যাহত। শনিবার বাসন্তীর বিভিন্ন  জায়গায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। বাসন্তী থানার আইসি-র নেতৃত্বে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।

আরও পড়ুন-মাটি খুঁড়ে উদ্ধার বন্দুক-মাইন-যন্ত্রাংশ, আগ্নেয়াস্ত্রগুলি মাওবাদীদের বলে অনুমান পুলিশের

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাত থেকে অভিযান চালায় বাসন্তী থানার পুলিশ। আইসি-র নেতৃত্বে বিভিন্ন জায়গায় চলে তল্লাশি অভিযান। ভরতগড়ের মহেশপুরের আমজাদ বৈদ্যবাড়ি থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। সেগুলির মধ্যে রয়েছে তিনটি বন্দুক ও কার্তুজ।

আরও পড়ুন-বিধায়ক ঘনিষ্ঠ নেতার ফেসবুক পোস্ট-বিতর্ক, বর্ধমানে তৃণমূলের গোষ্ঠী কোন্দল ফের প্রকাশ্যে

বাসন্তীর মহেশপুর এলাকায় আগ্নেয়াস্ত্র উদ্ধার হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে ওই এলাকায় আগ্নেয়াস্ত্র ঢোকার অস্ত্র কোথা থেকে তা নিয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। অস্ত্র উদ্ধারের জন্য আগামী দিনেও পুলিশের অভিযান চলবে জানিয়েছে জেলা পুলিশের কর্তারা।

আরও পড়ুন-ফেসবুক ভুয়ো প্রোফাইলে 'অশ্লিল ছবি' পোস্ট, হুগলিতে সিআইডির হানা

Share this article
click me!