পুরভোটের আগেই নিমতায় অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার ২

Published : Feb 27, 2020, 01:07 PM IST
পুরভোটের আগেই নিমতায় অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার ২

সংক্ষিপ্ত

 নিমতায় অস্ত্র কারখানার হদিশের ঘটনায় ছড়াল চাঞ্চল্য   আগ্নেয়াস্ত্র সহ দুই জনকে গ্রেফতার করেছে সিআইডি  অপারেশনের যন্ত্রপাতি তৈরির কথা বলে ভাড়া নেয় ধৃতরা   ঘটনাস্থলে উপস্থিত এলাকার সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য 

নিমতায় অস্ত্র কারখানার হদিশ। বামাল সমেত গ্রেফতার দুই। গতকাল রাতে নিমতার শ্রী দুর্গা পল্লীতে অস্ত্র কারখানার হদিশ পায় সিআইডি। এরপরে স্থানীয় নিমতা থানাকে সঙ্গে নিয়ে ওই এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ দুলাল সরকার ও প্রকাশ গাইনকে গ্রেফতার করে সিআইডি।  আসন্ন পুরভোটের আগে নিমতায় অস্ত্র কারখানার হদিশ মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন, মোদীকে ভালো ইভেন্ট ম্যানেজার, দিলীপের বক্তব্য়ে অস্বস্তিতে বিজেপি

পুলিশ সূত্রে খবর, বছর ৬০-এর দুলাল সরকার শ্রী দুর্গা পল্লীতে একটি বাড়িতে ভাড়া থাকত। ওই বাড়ির নিচের অংশে বেআইনি ভাবে অস্ত্র তৈরি হত। গতকাল রাত সাড়ে আটটা নাগাদ দমদমের বাসিন্দা প্রকাশ অস্ত্র কিনতে আসে। সে সময়ই সিআইডির আধিকারিকেরা নিমতা থানার পুলিশকে নিয়ে ওই বাড়িতে হানা দিয়ে বামাল সমেত ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে। আসন্ন পুরভোটের আগে নিমতায় অস্ত্র কারখানার হদিশ মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন, গুজরাত থেকে চন্দননগর, নিখোঁজ বৃদ্ধাকে বাড়ি ফেরালেন হ্যাম রেডিও অপারেটররা


এলাকাবাসি ও বাড়ির মালিকের দাবি, দুই বছর ধরে ওই বাড়িতে ভাড়া থাকলেও অপারেশনের যন্ত্রপাতি তৈরির কথা বলে বাড়ি ভাড়া নেয়। কিন্তু সেখানে যে সবার আড়ালে এই সব হত তা তারা জানতেন না। তাদের আরও দাবি, দুলাল সরকার বা তার পরিবারের কেউ পাড়ার কারও সঙ্গে মিশত না। এমনকি কোন রকমের কথাও বলত না। সারাক্ষণ দরজা বন্ধ করে রাখত। এদিন ঘটনাস্থলে পুলিশ অভিযান চালায়।  নিমতায় অস্ত্র কারখানা হদিশের ঘটনায় ঘটনাস্থলে এলাকার সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য। এদিন তিনি বাড়ির মালিক সহ এলাকাবাসির সাথে কথা বলেন। এমনকি ধৃত দুলাল সরকারের স্ত্রী-র সঙ্গেও কথা বলেন তিনি। এদিন তিনি জানান, 'যারা অস্ত্র তৈরিতে মদত দিত তাদের গ্রেফতার করতে হবে। তিনি আরও বলেন, ভোটের দিন যদি এই অস্ত্র নিয়ে কাউকে দেখা যায় তাহলে তাকে বুঝে নেওয়া হবে।'
 

PREV
click me!

Recommended Stories

Dilip Ghosh: ‘বাবরের নামে কোনও মসজিদ হবে না!’ সরাসরি হুমায়ুনকে চ্যালেঞ্জ দিলীপের
Adhir Ranjan Chowdhury: ‘ভোটের সময় ওনাকে প্রমাণ করতে হয় উনি অনেক বড় হিন্দু!’ মমতাকে ধুয়ে দিলেন অধীর