অন্যের বাড়িতে কাজ করে লক্ষাধিক টাকার গয়না চুরি, ভাঙড়ে গ্রেফতার পরিচারিকা

  • পরিচারিকার কাজ করে গয়না চুরি
  • প্রচুর টাকার গয়না উদ্ধার করল পুলিশ
  • উদ্ধার হওয়া সোনা দেখে তাজ্জব তদন্তকারীরা
  • কীভাবে গয়না চুরি করতেন ওই মহিলা

Asianet News Bangla | Published : Nov 24, 2020 5:13 PM IST / Updated: Nov 24 2020, 10:46 PM IST

বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করে প্রচুর গয়না চুরি। সেই গয়না নিজেই কাছেই রাখতেন ওই মহিলা। অভিযোগ পেয়ে পুলিশ ওই পরিচারিকাকে গ্রেফতার করে। তারপর, তার কাছ থেকে যে পরিমাণ সোনা উদ্ধার হয়েছে, তা দেখে চোখ কপালে উঠল পুলিশের। 

আরও পড়ুন-জেলে বসেই এনডিএ বিধায়কদের ফোন লালুর, 'নোংরা কৌশলে সফল হবে না', পালটা খোঁচা সুশীলের

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভাঙড়ের কাশীপুর থানা এলাকায়। জানাগেছে, ধৃত বছর একুশের আসমা বিবি। বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করত সে। ওই সব বাড়ি থেকে গয়না চুরির অভিযোগ রয়েছে ধৃত আসমার বিরুদ্ধে। তাঁকে জেরা করে প্রচুর টাকার গয়না উদ্ধার করেছে পুলিশ। ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৩২.৫ গ্রাম সোনার গয়না। ১৮৬ গ্রাম রুপোর গয়না। 

আরও পড়ুন-দিলীপ ঘোষের নিশানায় এবার ছত্রধর মাহাতো, 'ছত্রধরকে বোকা বানিয়েছেন মুখ্যমন্ত্রী'

পুলিশ সূত্রে খবর, এক মহিলা সোনা পাচার করছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। সেই অনুযায়ী কাশীপুর থানার পুলিশ শ্যামনগর এলাকা থেকে ওই মহিলাকে আটক করে। কথাবার্তায়  অসঙ্গতি মেলায় থানায় এনে জেরা করে পুলিশ। জেরায় ওই মহিলা স্বীকার করে বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করে সোনা ও রুপোর গয়না চুরি করেছে সে। এরপরই, আসিমা বিবিকে গ্রেফতার করে পুলিশ।
 

Share this article
click me!