সংক্ষিপ্ত

  • জেলে বসেই লালুর কারসাজি
  • এনএডিএ বিধায়কদের ভাঙানোর চেষ্টা
  • জেল বসেই ফোন করেন বলে অভিযোগ
  • লালুকে পালটা খোঁচা দিলেন সুশীল মোদি

বিহার বিধানসভা নির্বাচনে বাজিমাত করেছে বিজেপি। লালু প্রসাদের দল আরজেডিকে পিছনে ফেলে সরকার গঠন করেছে এনডিএ। এই অবস্থায় রাঁচির জেলে বসেই নতুন কৌশল নিয়েছেন লালু প্রসাদ যাদব। জেল থেকেই এনডিএ বিধায়কদের ফোন করছেন বলে অভিযোগ। লালুকে পালটা ফোন করে খোঁচা দিলেন বিজেপির বর্ষীয়ান নেতা সুশীল কুমার মোদি।

আরও পড়ুন-দিলীপ ঘোষের নিশানায় এবার ছত্রধর মাহাতো, 'ছত্রধরকে বোকা বানিয়েছেন মুখ্যমন্ত্রী'

বিজেপি নেতা সুশীল কুমার মোদির অভিযোগ, জেল বসেই এনডিএ বিধায়কদের ফোন করে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। বিধায়কদের নিজের দল আরজেডিতে টানার চেষ্টা করছেন বলে অভিযোগ। জেলে বসে লালুর এই কৌশলকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতা সুশীল কুমার মোদি। ট্যুইট করে তা প্রকাশ্য়ে জানান তিনি। শুধু তাই নয়, কোন নম্বর থেকে লালু যাদব জেল থেকে ফোন করছেন তাও উল্লেখ করেছেন সুশীল মোদি।

আরও পড়ুন-শুভেন্দুর সঙ্গে একমঞ্চে থাকার 'খেসারত',এবার দলীয় কোপে পড়লেন পুরুলিয়ার প্রাক্তন সভাধিপতি

 লালুকে কটাক্ষ করে ট্যুইটে তিনি লিখেছেন, ''রাঁচি থেকে এনডিএ বিধায়কদের ফোন করছেন লালুপ্রসাদ যাদব। ফোনে বিধায়কদের নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি যখন ওই নম্বরে ফোন করলাম। তখন সরাসরি ফোন ধরলেন লালু। তখন আমি বললাম, জেলে বসে নোংরা কৌশল নেবেন না। আপনি কোনও ভাবেই সফল হবেন না''।