ছেলেধরা গুজব ঠেকাতে অস্ত্র ছেলেমেয়েরাই, পুরুলিয়ায় নয়া পদক্ষেপ পুলিশের

  • ছেলেধরা গুজব ঠেকাতে স্কুলপড়ুয়াদেরই হাতিয়ার
  • পুরুলিয়ায় গণপিটুনি রুখতে উদ্যোগ পুলিশের
  • ছাত্রছাত্রী এবং শিক্ষক- শিক্ষিকাদের নিয়ে কর্মশালা
     

ছেলেধরা গুজব বন্ধে এবার ময়দানে নামল পুলিশ। আর যে ছেলেমেয়েদের ধরে নিয়ে যাওয়ার ভয়ে ছেলেধরা গুজব ছড়াচ্ছে, সেই স্কুলপড়ুয়াদেরকেই ছেলেধরা গুজব ঠেকাতে অস্ত্র করছে পুরুলিয়া জেলা পুলিশ। একই সঙ্গে ছেলেধরা গুজব 
ঠেকাতে কাজে লাগানো হচ্ছে স্কুলের শিক্ষক- শিক্ষিকাদেরও।  

রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো পুরুলিয়াতেও ছেলেধরা গুজবে আতঙ্ক ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছেলেধরার গুজবে ভাইরাল হচ্ছে একের পর এক ভিডিও । আতঙ্ক এতটাই ছড়িয়েছে যে স্কুল বা টিউশন যেতে ভয় পাচ্ছে ছাত্রছাত্রীরা। ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কমছে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি। আতঙ্কে রয়েছেন অভিভাবকরাও। কিন্তু বাস্তবে ছেলেধরা গুজব যে আদৌ সত্যি নয়, তা বোঝাতে এবার প্রচারে নামলো পুরুলিয়া জেলা পুলিশ l

Latest Videos

শনিবার বেশ কয়েকটি বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে পুরুলিয়া থানায় একটি কর্মশালার আয়োজন করে পুলিশ। এ দিনের কর্মশালায় ছেলেধরা নিয়ে কোনও গুজবে কান না দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের বোঝানো। পড়ুয়ারাই যাতে অভিভাবকদেরও এই জিনিসটি বোঝায়, সেই অনুরোধও করা হয় পুলিশের তরফে। পাশাপাশি ছাত্রছাত্রী এবং অভিভাবকদের বোঝানোর জন্য শিক্ষক- শিক্ষিকাদেরও এগিয়ে আসতে অনুরোধ করা হয়। 

গণপিটুনি রোধে কড়া ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। বিধানসভায় পাশ হয়েছে নতুন আইন। তার পরেও আসানসোল, জলপাইগুড়ির মতো বিভিন্ন জায়গায় গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ, প্রশাসন বার বার প্রচার করলেও কাজের কাজ হচ্ছে না। এবার তাই ছেলেধরা গুজব ঠেকাতে স্কুল পড়ুয়াদেরই সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিল পুরুলিয়া জেলা পুলিশ। 

এ দিন পুলিশের তরফে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের বোঝানো হয়, ছেলেধরা গুজবে কান না দিতে। যদি কোনও সমস্যা হ,য় তাহলে সরাসরি পুলিশকে খবর দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

Share this article
click me!

Latest Videos

ইয়ার্কি হচ্ছে! এতদিন ধরে বালু পাচার হচ্ছে আর উনি জানেন না! Mamata-কে তুলোধোনা Sukanta-র
‘২৬ এর নির্বাচনই তৃণমূলের শেষ নির্বাচন!’ Samik-এর সাবধানবাণী Mamata-কে, দেখুন | By Election Results
Live : India vs Australia: রাহুল-যশস্বীর ব্যাটে জয়ের স্বপ্ন, অস্ট্রেলিয়া সফরের শুরুতেই দাপট
ভেঙে পড়ার কারন নেই! কেন BJP-র হার, জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP News
চলন্ত বাসে দুঃসাহসিক ছিন্তাই! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় | South 24 Parganas News Today