আনলক পর্বে দলবদল, করোনা আতঙ্কের মাঝেই ঘর গোছালো বিজেপি ও তৃণমূল

  • আনলক পর্বে থেমে নেই রাজনৈতিক কর্মকাণ্ড
  • বিজেপিতে যোগ দিল ২৫ পরিবার
  • জঙ্গলমহলের জেলায় শক্তি বাড়াল তৃণমূলেরও
  • এবার তাহলে মিটিং-মিছিলও শুরু হবে?
     

বুদ্ধদেব পাত্র, পুরুলিয়া: আনলক পর্বে দলবদল, করোনা আতঙ্কের মাঝেই ঘর গুছিয়ে নিল বিজেপি ও তৃণমূল। রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয়ে গেল পুরুলিয়ায়। এবার তাহলে মিটিং-মিছিলও হবে? তা এখনও স্পষ্ট নয়। 

করোনার আতঙ্ক কমেনি। তবে লকডাউনের কড়াকড়ি আর নেই। ধীরে ধীরে ফের স্বাভাবিক ছন্দ ফিরছে জনজীবনে। 'আনলক' প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে রাজ্যে। মুখ্যমন্ত্রীর নির্দেশের রাস্তায় নেমেছে সরকারি বাস, অটো-ট্যাক্সি, এমনকী অ্য়াপ ক্যাবও। এই যখন পরিস্থিতি, তখন রাজনৈতিক কর্মকাণ্ডই বা থেমে থাকবে কেন!  

Latest Videos

পুরুলিয়া শহরের ভাটবাঁধ ও কাটিপাড়া এলাকায় সোমবার ২৫টি পরিবার যোগ দিল বিজেপিতে। তাঁদের হাতে দলের পতাকাতুলে দিলেন বিজেপি জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী। লকডাউন পর্ব শেষ হওয়া পর্যন্ত কি অপেক্ষা করা যেত না? গেরুয়াশিবিরের দাবি, তৃণমূল নামক ভাইরাসের উৎপীড়নে সাধারণ মানুষের আর তর সইছে না। সকলেই বিজেপিতে যোগ দিতে চাইছেন। সেই দাবি মেনেই ২৫টি পরিবারকে দলের সদস্য করা হল।

পিছিয়ে নেই তৃণমূলও। পুরুলিয়ার রঘুনাথপুরে দলবদল করল ২০০টি পরিবার। তাদের কেউ বিজেপি সমর্থক ছিল, তো কেউ আবার সিপিএম। সোমবার ওই দুশো পরিবারের সদস্যের হাতে দলের পতাকা তুলে দিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি। তিনি বলেন, বিপদের সময়ে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাতে উৎসাহিত হয়ে দলে দলে মানুষ উৎসাহিত হয়ে শাসকদলের যোগ দিতে চাইছে।

Share this article
click me!

Latest Videos

আচমকাই মাথায় ভেঙে পড়লো আইসিডিএস সেন্টারের চাল! চাঞ্চল্য Canning-এর Basanti-তে | South 24 Parganas
নিজের জন্য ভাবেননি, ভেবেছিলেন গোটা দেশের জন্য : মোদী | PM Modi on Netaji | Netaji Birthday |
'আজ অনুপ্রেরণার ছবি হাওয়া, নেতাজিময় চারিদিক' জোর দিলেন শুভেন্দু | Suvendu Adhikari on Netaji
'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
‘Mamata Banerjee আর Modi দুজনেই ‘বিভাজনের রাজনীতি করছেন’ বিস্ফোরক মন্তব্য Adhir Ranjan Chowdhury