Gangasagar Fair 2022: গঙ্গাসাগর মেলার প্রস্তুতি, ৩০ লক্ষ ভক্ত সমাগমের সম্ভাবনা

গঙ্গাসাগর মেলার জন্য একাধিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রত্যেক কর্মী দু ডোজ করে টিকা নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

২০২২ সালের গঙ্গাসাগর মেলার (Gangasagar Fair 2022) প্রস্তুতি (Preparations) শুরু করল দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসন (District Administration)। সাংবাদিকদের সামনে প্রস্তুতি সম্পর্কে নানা তথ্য তুলে ধরলেন জেলাশাসক পি উলগানাথন (P Ulaganathan)। এদিন তিনি বলেন গঙ্গাসাগর মেলার জন্য একাধিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রত্যেক কর্মী দু ডোজ করে টিকা নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরই সঙ্গে মেলা প্রাঙ্গণে ঢোকার আগে থার্মাল স্ক্যানিং ও আর টি পিসিআর পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। 

জেলা প্রশাসন সূত্রে খবর এই বছর মেলা প্রাঙ্গণে কমপক্ষে ৩০ লক্ষ পূণ্যার্থীর সমাগম হতে পারে। মেলা শুরু হতে চলেছে ৭ই জানুয়ারি থেকে। শেষ হবে ১৬ই জানুয়ারি। এদিকে, করোনা পরিস্থিতির মধ্যেই ২০২২-এ গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু করে দিল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। এবার মেলার প্রস্তুতি হিসেবে করোনার টিকার উপর সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে। মেলার আগে সাগর দ্বীপের বাসিন্দাদের ১০০ শতাংশ টিকাকরণের লক্ষ্যে বদ্ধপরিকর জেলা প্রশাসন।

Latest Videos

প্রশাসনের নির্দেশ মতো সাগর মেলার আগে যত দ্রুত সম্ভব সাগরের প্রতি বুথের বাসিন্দাদের টিকাকরণ শেষ করতে হবে। প্রথম পর্যায়ে সাগর মেলার সঙ্গে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলা, শ্রমিক, ট্রাক চালক, বিভিন্ন বিক্রেতাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এছাড়া সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে ১২ বছরের কম বয়সি শিশুদের মাদেরও টিকা দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই সাগর ব্লকের ৫০ হাজারের কাছাকাছি মানুষের টিকাকরণ সম্পন্ন করা হয়েছে বলে সাগর ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ব্লকের মোট বাসিন্দা ২ লক্ষের সামান্য বেশি। প্রতিদিন টিকার যোগান অনুযায়ী ব্লক পঞ্চায়েত এলাকার একাধিক বুথে শিবির করে টিকাকরণ চলছে। চলতি বছরের মধ্যেই ১০০ শতাংশ টিকাকরণ শেষ করতে চাইছে জেলা প্রশাসন।

প্রতিবছর জানুয়ারি মাসের ১০ থেকে ১৬ তারিখে মকর সংক্রান্তি উপলক্ষ্যে সাগর পূণ্যভূমিতে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়। দেশের বিভিন্ন রাজ্য থেকে পুণ্যার্থী আসে সাগর মেলা প্রাঙ্গণে। মেলায় সরাসরি যুক্তদের টিকাকরণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সেজন্য সাগর ব্লকের বাসিন্দাদের টিকাকরণ সম্পূর্ণ করতে বদ্ধপরিকর জেলা প্রশাসন।

২০২১ সালে আদালতের নির্দেশে করোনাবিধি মেনে গঙ্গাসাগর মেলার আয়োজন করা হয়েছিল। খুব অল্প সংখ্যক পুণ্যার্থী এসেছিল গঙ্গাসাগরে। এবছরও সাগর মেলার প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা প্রশাসন। গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে বেশ কয়েকটি উচ্চস্তরের বৈঠক করেছে জেলা প্রশাসন। সেই বৈঠক থেকে মেলার আগে সব সাগরবাসীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।  

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury