মমতাকে জয় শ্রীরাম খোঁচা মোদীর, ফণী নিয়েও অসহযোগিতার অভিযোগ প্রধানমন্ত্রীর

  • ফণী নিয়ে রাজনীতি করছেন মমতা
  • রাজ্যের পরিস্থিতি জানাচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রীর
  • জয় শ্রীরাম প্রসঙ্গ তুলেও মমতাকে বিঁধলেন মোদী
     

debojyoti AN | Published : May 6, 2019 8:16 AM IST / Updated: May 06 2019, 02:05 PM IST

পশ্চিমবঙ্গে ভোট প্রচারে এসে এবারে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে জয় শ্রীরাম কাণ্ড নিয়ে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী. সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি বিতর্কিত ভিডিও প্রকাশ্যে আসে। বিজেপি শিবির অভিযোগ, পশ্চিম মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে যাওয়ার সময় রাস্তার পাশ থেকে কয়েকজনকে জয় শ্রীরাম স্লোগান দিতে শুনে ক্ষুব্ধ হন ওঠেন মমতা। এ দিন পূর্ব মেদিনীপুরের তমলুকে প্রচারে এসে সেই প্রসঙ্গই তোলেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, ফণী প্রসঙ্গ তুলেও এ দিন মমতার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, ফণী পরবর্তী পরিস্থিতি নিয়ে কথা বলতে চাইলেও মমতাকে পাননি। এমনকী তাঁর সঙ্গে বৈঠকের প্রস্তাবও খারিজ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কটাক্ষের সুরে বললেন, মাসুদ আজহারকে রাষ্ট্রপুঞ্জ আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করলেও ভোটব্যাঙ্কের কথা ভেবে তাতে খুশি হয়ে কোনও প্রতিক্রিয়া দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। একনজরে দেখে নিন মমতাকে বিঁধে ঠিক কী কী বললেন প্রধানমন্ত্রী-

একই সঙ্গে রাজ্যে বিজেপি-র জন্য নতুন স্লোগান তুলে দিয়ে গেলেন প্রধানমন্ত্রী। তমলুকের সভা থেকে তিনি বলেন, "চুপচাপ পদ্মে ছাপ, বুথে বুথে তৃণমূল সাফ।"

Share this article
click me!