কাটমানির মতো ব্যুমেরাং নাকি 'চায় পে চর্চার' মতো হিট হবে 'দিদিকে বলো'

  • তৃণমূলের নতুন প্রচার কৌশল দিদিকে বলো
  • এ দিনই আনুষ্ঠানিক ঘোষণা করেন তৃণমূল নেত্রী
  • দলের ভাবমূর্তি ফেরাতে নতুন কৌশল 
  • সাফল্য নিয়ে সংশয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা 
     

২০১৪ লোকসভা নির্বাচনের আগে গোটা দেশে ঝড় তুলেছিল 'চায়ে পে চর্চা'। সাধারণ এক কাপ চা-ই যে ভোট বাক্সে বিপুল সাফল্য এনে দেওয়ার চাবিকাঠি হতে পারে, নির্বাচনের ফল প্রকাশের পরে তা হাতেনাতে বুঝেছিল দেশবাসী। 'চায় পে চর্চা'-র সাফল্যের কৃতিত্ব যাঁকে দেওয়া হয়, সেই প্রশান্ত কিশোরের পরামর্শেই এবার নতুন প্রচার কৌশল শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার নাম 'দিদিকে বলো'। 

এখানেই প্রশ্ন উঠছে, 'চায় পে চর্চা'-র মতোই কি সফল হবে 'দিদিকে বলো'? নাকি কাটমানির মতো ব্যুমেরাং হয়ে ফিরে আসবে তৃণমূলের দিকেই। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, 'চায় পে চর্চা'-র সঙ্গে  'দিদি দুটো ক্ষেত্রে মৌলিক একটি পার্থক্য আছে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর নতুন নেতৃত্বকে দেশবাসীর সামনে উপস্থাপন করার সুযোগ পেয়েছিলেন প্রশান্ত কিশোর। কিন্তু এক্ষেত্রে কাজটা আরও একটু কঠিন বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ  এবার মূল লক্ষ্যই হচ্ছে দল এবং নেতাদের ভাবমূর্তি পুনরুদ্ধার। 

Latest Videos

আরও পড়ুন- আম জনতার নালিশ শুনবেন মমতা, প্রশান্তের দাওয়াই এবার 'দিদিকে বলো'

এর পাশাপাশি বেশ কিছু প্রশ্নও উঠছে নতুন এই প্রচার কৌশল নিয়ে। রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তীর মতে, কাটমানির মতোই ব্যুমেরাং হতে পারে 'দিদিকে বলো'। কারণ অভিযোগ জানানোর জন্য একটি ফোন নম্বর থাকছে। তার অপব্যবহার করতেই পারেন বিরোধী রাজনৈতিক দলের নেতা বা সমর্থকরা। ঠিক যেভাবে দুর্নীতি বন্ধে মমতার দেওয়া কাটমানি দাওয়াইকে হাতিয়ার করে পাল্টা বিক্ষোভ, আন্দোলনে নেমেছে বিজেপি-সহ বিরোধী দলগুলি। 

 শুধু তাই নয়, শাসক দলের বহু নেতা বা জনপ্রতিনিধিদের যে নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে, তাতে গ্রামে গিয়ে রাত কাটালেও তা কতটা পুনরুদ্ধার করা সম্ভব হবে তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন বিশ্বনাথবাবু। গোটা বিষয়টাই সাধারণ মানুষের কাছে 'অভিনয়' বলে মনে হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অভিজ্ঞ এই রাজনৈতিক বিশ্লেষক। সবমিলিয়ে নতুন এই প্রচার কৌশল তৃণমূলকে কতটা সাহায্য করতে পারবে, তা নিয়ে সংশয় থাকছেই রাজনৈতিক মহলে। 
 

Share this article
click me!

Latest Videos

সামান্য ডিম 'চুরি' সন্দেহে এত বড় কাণ্ড ঘটবে কেউ বুঝতে পারেনি! | Shantipur News Today | Bangla News
Konnagar-এ অবৈধ জলের কারবার ফাঁস! হাতেনাতে পাকড়াও অবৈধ ব্যবসায়ীদের, দেখুন | Hooghly News Today
'Bangladesh-এ Israel-এর মতো অ্যাকশন করতে হবে!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo
'আপনার লজ্জা লাগেনা মমতা! ভোটার লিস্টে নাম, জঙ্গিরা দিচ্ছে ভোট' জোর ঠুকলেন Suvendu Adhikari | BJP
বাংলাদেশের ঘটনা নিয়ে Mamata-কে প্রশ্ন Suvendu-র, পাল্টা ক্ষোভ উগরালেন Kunal Ghosh