বাংলায় বর্ষা আসছে- অপেক্ষা মাত্র ২-৩ দিনের, তবে দক্ষিণবঙ্গের স্বস্তি নেই বলে পূর্বাভাস হাওয়া অফিসের

Published : May 31, 2022, 04:16 PM IST
বাংলায় বর্ষা আসছে- অপেক্ষা মাত্র ২-৩ দিনের, তবে দক্ষিণবঙ্গের স্বস্তি নেই বলে পূর্বাভাস হাওয়া অফিসের

সংক্ষিপ্ত

স্বাভাবিকভাবে এই রাজ্যে বর্ষা ঢোকার অফিসিয়াল তারিখ হল ৬ জুন। তবে ৭-৮ জুনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা ঢুকে যায়। এবার কিন্তু তার অনেকটা আগেই বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের জন্য কোনও সুখবর দিতে পারেনি।

সময়ের আগেই রাজ্যে বর্ষা শুরু হয়ে যেতে পারে। আর মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা ঢুকে যাবে। তবে এখনও পর্যন্ত স্বস্তির কোনও সুখবর নেই দক্ষিণবঙ্গের জন্য। মঙ্গলবার তেমনই জানিয়েছে মৌসম ভবন। হাওয়া অফিসের পূর্বাভাস উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারস কোচবিহারে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টি হবে। তবে দক্ষিণবঙ্গের জন্য শুধুমাত্র বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসই রয়েছে। 

স্বাভাবিকভাবে এই রাজ্যে বর্ষা ঢোকার অফিসিয়াল তারিখ হল ৬ জুন। তবে ৭-৮ জুনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা ঢুকে যায়। এবার কিন্তু তার অনেকটা আগেই বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের জন্য কোনও সুখবর দিতে পারেনি। উল্টে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ অনেকটা বাড়বে বলেও জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে বাড়বে অস্বস্তিও। 

মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও পুরোপুরি স্বস্তি পাওয়া যাবে না। আগামী কয়েক দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে বলেও জানিয়েছে হাওয়া অফিস। 

ভারতের আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে এবছর স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৯৬-১০৪ শতাংশ বৃষ্টি হোয়ার কথা। তবে ভারতের গড় বৃষ্টিপাতের পরিমাণ আগেই পরিবর্তিত হয়েছে। সসেই অনুযায়ী এবারও গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় একই থাকবে। 

নির্ধারিত সময়ের আগেই দেশের মূলভূখণ্ডে ঢুকে পড়েছে বর্ষা। কেরলে বর্ষা সময়ের তিন দিন আগে।  তবে এখনও কিছুটা সবুর করতে হবে বাংলার মানুষকে। ভ্যাপসা গরম আর কাঠফাটা রোদকেই সঙ্গী করে চলতে হবে সাত থেকে ১০ দিন। তবে হাওয়া অফিস জানিয়েছে মৌসুমী বায়ুর বাংলার আসার রাস্তা পুরোপুরি তৈরি। তেমন কোনও সমস্যা নতুন  করে তৈরি না হলে নির্ধারিত সময় অর্থাৎ ৬ জুনের মধ্যেই এই রাজ্যে বর্ষা আসবে। তবে রবিবারের মত সোমবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জন্য হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব অনেকটাই বাড়বে। সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই ভ্যাপসা গরম রয়েছে। অস্বস্তি সূচকও অনেকটাই উর্ধ্বগামী। এই রাজ্য যখন বর্ষার প্রতীক্ষা করছে তখনও কিন্তু স্বস্তি নেই দেশের বেশ কিছু অংশ। বিশেষ কে উত্তর-পশ্চিম ভারতে। কারণ দিল্লিসহ বেশ কয়েকটি রাজ্যে এখনও প্রবল গরম। তাপপ্রবাহ হতে পারে বলেও সতর্ক করেছে হাওয়া অফিস। 
 

PREV
click me!

Recommended Stories

অবশেষে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হুমায়ুনের, কী প্রতিক্রিয়া কার্তিক মহারাজের?
West Bengal SIR News: মৃত ব্যক্তির নথি চুরি করে ভোটার! এই বাংলাদেশির স্বীকারোক্তি শুনে চমকে যাবেন