Baisakhi Divorce: বৈশাখীর ডিভোর্স প্রসঙ্গে তুঙ্গে শোভন বৈশাখীর বিয়ের জল্পনা কিছুতেই ডিভোর্স দিতে নারাজ রত্না

Published : Sep 22, 2021, 04:29 PM IST
Baisakhi Divorce: বৈশাখীর ডিভোর্স প্রসঙ্গে তুঙ্গে শোভন বৈশাখীর বিয়ের জল্পনা কিছুতেই ডিভোর্স দিতে নারাজ রত্না

সংক্ষিপ্ত

স্বামী মনোজিতের বিবাহ বহিৰ্ভূত সম্পর্কের অভিযোগ তুলেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই বিবাহ -বিচ্ছেদের দাবি তুলেছেন বৈশাখী। এরপরই শুরু হয়েছে শোভন- বৈশাখীর বিয়ের জল্পনা। মুখ খুললেন রত্না চট্টোপাধ্যায়।   

বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের স্বামী মনোজিত 'বিবাহ বহিৰ্ভূত সম্পর্কে জড়িত', এমনটাই অভিযোগ তুলেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।  সেই মহিলার সঙ্গে না কি বাইরে ঘুরতে ও গেছেন বৈশাখীর বন্দ্যোপাধ্যায়ের স্বামী মনোজিৎ মন্ডল।  এরপরই বিবাহ বিচ্ছেদের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছে বৈশাখী জানিয়েছেন তাঁর স্বামী অন্য মহিলাকে নিয়ে সংসার করতে চান। একইসঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যের স্বামী মনোজিত ও বিষয়টিকে স্বীকার করে বলেছেন 'মনের দিক থেকে তাদের বিচ্ছেদ ঘটেছে অনেক আগেই, তাই তিনি কার সঙ্গে থাকবেন কার সঙ্গে নয় এটা সম্পূর্ণটাই তাঁর ব্যক্তিগত।'

আরও পড়ুন- "মমতা ক্ষমতালোভী, একসময় এই দলে আমিও ল্যাম্পপোস্ট ছিলাম", আক্রমণ শুভেন্দুর

অন্যদিকে বিষয়টি সামনে আসার পর থেকেই শোভন-বৈশাখীর বিয়ে নিয়ে শুরু হয়েছে ঘোর জল্পনা। এই প্রসঙ্গে সুর চড়িয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিয়ে হবে কি হবে না সেটা সময় বলবে। তবে চুপ থাকন নি শোভন চট্টোপাধ্যায়ের বর্তমান স্ত্রী রত্না চট্টোপাধ্যায় ও। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রত্নার সাফ জবাব ' তিনি ডিভোর্সই দেবেন না যেখানে সেখানে সব-বৈশাখীর বিয়ের প্রশ্নই আসে না।'

আরও পড়ুন- ভোট গণনার দিনেই আক্রান্ত, আজ মৃত্যু মগরাহাট BJP প্রার্থীর, CBI তদন্তের দাবিতে অর্জুন ও পরিবার

রত্না চট্টোপাধ্যায় জানান, বৈশাখীর তার স্বামীর সাথে ডিভোর্সটা যেমন ব্যক্তিগত একটি সিদ্ধান্ত ঠিক তেমনই শোভন চট্টোপাধ্যায়কে তিনি ডিভোর্স দেবেন কি না সেটা একান্তই তাঁর ব্যক্তিগত একটি সিদ্ধান্ত। এই জীবনে শোভন চট্টোপাধ্যায়কে ডিভোর্স দেবেন না বলেই জানিয়েছেন স্ত্রী রত্না। উল্লেখ্য, ইতিমধ্যে নিজের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি লিখে দেওয়া থেকে নারদ মামলায় গ্রেফতারির পর বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কাতর আর্জি সবটা থেকেই বারবার শক্ত হয়েছে সব বৈশাখীর সম্পর্কের গুঞ্জন।  এবার সেই গুঞ্জন আরও জোরালো হলো বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ডিভোর্স প্রসঙ্গে। 

আরও পড়ুন- জোড়া ঘূর্ণাবর্তের আশঙ্কা, আকাশ কালো করে প্রবল বর্ষণ শুরু কলকাতা সহ দক্ষিণবঙ্গে

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ