করোনা প্রতিরোধে বিরাট সাফল্য মুর্শিদাবাদে, রেকর্ড পরিমাণ টিকা দেওয়া হল একদিনে

Published : Sep 03, 2021, 12:12 AM IST
করোনা প্রতিরোধে বিরাট সাফল্য মুর্শিদাবাদে, রেকর্ড পরিমাণ টিকা দেওয়া হল একদিনে

সংক্ষিপ্ত

'মেগা ভ্যাক্সিনেশন ক্যাম্প 'খুলে একদিনে করোনার টিকাকরণের রেকর্ড তৈরি করল জেলা স্বাস্থ্য দফতর। একথা জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্যাল।

ফের আলোচনার কেন্দ্রে উঠে এল মুর্শিদাবাদের নাম। রাজ্যে প্রথম যখন করোনা থাবা বসিয়েছিল তখনই শুরু হয়েছিল শোরগোল। এই মুর্শিদাবাদেই প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল। তারপর কেটে গিয়েছে অনেক বছর। আর সেই মুর্শিদাবাদ জেলাতেই করোনা প্রতিরোধে একদিনে বড় সাফল্য পেল রাজ্য স্বাস্থ্য দফতর। 

'মেগা ভ্যাক্সিনেশন ক্যাম্প 'খুলে একদিনে করোনার টিকাকরণের রেকর্ড তৈরি করল জেলা স্বাস্থ্য বিভাগ। একথা জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্যাল। বৃহস্পতিবার এই খবর জেলাবাসীর মুখে মুখে ফিরছিল। জেলার পাঁচটি মহকুমা এলাকা জুড়ে প্রায় ৫০০ টি ক্যাম্পের মাধ্যমে এক লক্ষের বেশি টিকা দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। যার মধ্যে কোভিশিল্ড টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ রয়েছে। 

আরও পড়ুন- রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলায় প্রথম চার্জশিট পেশ, ৩৮০ পাতার চার্জশিট দিল সিবিআই

রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ের গ্রাফ এখন নিম্নমুখী। তবে চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, করোনার তৃতীয় ঢেউ আসার আগেই জেলাজুড়ে আগাম প্রতিরোধ গড়ে তুলতে এই মেগা ভ্যাক্সিনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। যেখানে শহর অঞ্চলের পাশাপাশি বিশেষ করে গ্রামাঞ্চলে নজর দিতে পারে জেলা স্বাস্থ্য দফতর। জেলার ২৫০ টি পঞ্চায়েত পিছু গড়ে প্রায় ৪৫০-৫০০ টি করে টিকা বরাদ্দ করা হয়। যার মধ্যে, লালগোলার ১২ টি অঞ্চল জুড়ে প্রায় ৫০০০ হাজার ভ্যাকসিন দেওয়া হয়েছে। 

আরও পড়ুন- নির্দেশ অমান্য, দায়িত্ব পাওয়ার পরই কলকাতা হাইকোর্টে তলব ডিজি মনোজ মালব্যকে

আরও পড়ুন- সিদ্ধার্থ শুক্লা থেকে সুশান্ত ও শ্রীদেবী, এই সব সেলেবদের মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্যাল বলেন, "এই বিশাল কর্মযজ্ঞ সম্ভব হয়েছে স্বাস্থ্য কর্মী ও সাধারণ মানুষের প্রচেষ্টার মাধ্যমে। আগামী দিনেও এই ধরনের মেগা ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করার লক্ষ্য রয়েছে।"

PREV
click me!

Recommended Stories

Babri Masjid Murshidabad : বাবরি মসজিদের জন্য কোথা থেকে আসছে এত টাকা? কী বললেন অধীর চৌধুরী?
প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?