বিজেপিতে যাওয়ার প্রায়শ্চিত্ত, মাথা ন্যাড়া করে ফের তৃণমূলে যোগ কর্মীদের

  • বিজেপিতে যোগ দেওয়া ভুল হয়েছে
  • মাথা মুড়িয়ে প্রায়শ্চিত্ত করলেন কর্মীরা
  • মাথা ন্যাড়া করে তৃণমূলে যোগ
  • প্যান্ডেল খাটিয়ে চলল ন্যাড়া হওয়ার পর্ব

রীতিমতো মাথা মুড়িয়ে প্রায়শ্চিত্ত করে তৃণমূলে যোগ দিলেন বেশ কিছু বিজেপি কর্মী। এদিন দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে হুগলির খানাকুল ব্লকের নতিবপুর দুনম্বর গ্রাম পঞ্চায়েতের বলপাই গ্রামে। গ্রামের একফালি ফাঁকা জমিতে প্যান্ডেল খাটিয়ে এদিন তৃণমূলের যোগদান পর্ব অনুষ্ঠান ছিল। আরামবাগ লোকসভার সাংসদ অপরুপা পোদ্দারের নেতৃত্বে এই যোগদান পর্ব চলে।

এই যোগদান পর্বে ছিলেন আরামবাগের ডাকসাইটে তৃণমূল নেতা স্বপন নন্দী। কয়েকশো অন্যদল থেকে আসা কর্মী এদিন তৃণমূলে যোগ দেন। তবে নাটকীয় ভাবে বিজেপির জনা ছয়েক কর্মী ওই মাঠেই নাপিত ডেকে মস্তক মুন্ডন করেন। এরপর আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন অপরুপা। 

Latest Videos

ন্যাড়া হওয়ার কারণ জিজ্ঞাসা করলে ওই কর্মীদের একজন জানান,"আমাদের ন্যাড়া হতে কেউ জোর করেনি। আমরা স্বেচ্ছায় হয়েছি। কারণ বিজেপি করে ভুল করেছি। ওই দলে আর জীবনে যাব না। তাই ন্যাড়া হয়ে প্রায়শ্চিত্ত করেছি।" 

অন্যদিকে, সাংসদ বলেন, সাধারণ মানুষদের ভয় দেখিয়ে বিজেপিতে নিয়ে গিয়েছিল। তারা বুঝে গেছে মমতা ব্যানার্জিই একমাত্র উন্নয়ন করতে পারবেন। তাই তারা তৃণমূলে ফেরার আবেদন করেছিল। বলেছিলো আমরা দিদির সাথে থাকতে চাই। দিদির সঙ্গে উন্নয়নে সামিল হতে চাই। 

যদিও এই ঘটনাকে খুব একটা আমল দিতে চাননি বিজেপি নেতা ও খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। তিনি বলেন দু একজন ছাড়া এদিন যারা তৃণমূলে যোগ দিয়েছে বলে দেখানো হচ্ছে তারা আসলে তৃণমূলেরই একটা বসে যাওয়া গোষ্ঠী। নিজেদের গোষ্ঠীদ্বন্দে তারা এতদিন বসে ছিলো। সাংসদ অপরূপা পোদ্দার এসে তাদের যোগদান করালেও, তৃণমূলের জন্য তারা মাথা মুড়িয়েছে, সেই মাথাতেই তাঁরা একদিন ঘোল ঢালবে। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
'দুর্নীতি করবে বলেই এরা এই প্রকল্প চালু করেছে' ট্যাব দুর্নীতিতে সরব অধীর রঞ্জন চৌধুরী
ক্যামেরা ছিনিয়ে সাংবাদিকের উপর তাণ্ডব! তীব্র বিক্ষোভ মুর্শিদাবাদের রানিতলায় | Murshidabad News Today