শিলিগুড়ি পুরভোটের মুখে উত্তরবঙ্গ সফরে মোহন ভাগবত, জানুন আরএসএস প্রধানের কর্মসূচি

 শিলিগুড়ির পুরভোটের  ঠিক আগেই  চলতি সপ্তাহেই তিনদিনের সফরে উত্তরবঙ্গে আসছেন  আরএসএস  প্রধান মোহন ভাগবত । সংগঠনের বৈঠক ছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে সংঘ প্রধানের। 

ফের রাজ্য সফরে মোহন ভাগবত। সূত্রের খবর, চলতি সপ্তাহেই তিনদিনের সফরে উত্তরবঙ্গে আসছেন  আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। সংগঠনের বৈঠক ছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে সংঘ প্রধানের। শিলিগুড়ির পুরভোটের ( Siliguri Municipal Corporation Election 2022 ) ঠিক আগেই তিনি উত্তরবঙ্গে এসে পৌছচ্ছেন  মোহন ভাগবত। উত্তরবঙ্গ সফর শেষে বর্ধমান যেতে পারেন তিনি। সেখানকার সাংগাঠনিক কাজ কর্ম খতিয়ে দেখার কথা তাঁর। যদিও কলকাতার আসার কোনও পরিকল্পনা এখনও শোনা যায়নি। 

সূত্রের খবর, ১১ তারিখ বাগপুর থেকে সরাসরি বাগডোগরা বিমানবন্দরে নামবেন তিনি। ১২ ফেব্রুয়ারি শিলিগুড়ির ভোট হবে বলে জানিয়েছে কমিশন। তার আগেই  শিলিগুড়িতে তিনদিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। শিলিগুড়িতে রাজ্যস্তরের রাষ্ট্রীয় স্বয়ংসেবকদের বিশেষ প্রশিক্ষণ রয়েছে। সেটা চলবে ১১ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত। তাই প্রথম তিন দিন ক্যাম্পে হাজির থাকবেন মোহন ভগবত। উত্তরবঙ্গ প্রান্তের কার্যবহ তরুণ পণ্ডিত জানিয়েছেন, ১১ তারিখ থেকেই উত্তরবঙ্গের সকল প্রচারকদের সঙ্গে আলোচনায় বসবেন সংঘপ্রধান। ১২ ফেব্রুয়ারি রাজ্যকার্যকারিণী সভার সম্পাদক মণ্ডলীর সঙ্গে বৈঠক এবং  ১৩ ফেব্রুয়ারি জেলাস্তরের পদাধীকারিদের সঙ্গে বৌদ্ধিক কার্যক্রম বা আলোচনায় অংশ নেবেন তিনি। এবং ওই দিনই তিনি নাগপুর ফিরে যাবেন বলে খবর। 

Latest Videos

আরও পড়ুন, 'লুঠ হওয়ার আগেই ভোট দিয়ে আসুন', শিলিগুড়ি পুরভোটের প্রচারে এসে বার্তা অর্জুনের

প্রসঙ্গত, প্রতিবছরই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে সংঙ্ঘসেবকদের নিয়ে এধরণের কার্যক্রম অনুষ্ঠিত হয়। দক্ষিণবঙ্গে আলোচনা বসলে, পরের বছর সেটা বদলে উত্তরবঙ্গে হয়। এভাবেই ঘুরিয়ে ফিরিয়ে সংঙ্ঘসেবকদের নিয়ে এধরণের কার্যক্রম চলতে থাকে। সেই হিসেবেই এবার উত্তরবঙ্গে আরএসএস-র এই কর্মসূচি পালিত হচ্ছে উত্তরবঙ্গে। সেই কারণেই সংঘপ্রধানের তিনদিনের সফর। এই কর্মসূচি সেরে বর্ধমান জোনে যাওয়ার কথা রয়েছে  আরএসএস প্রধান মোহন ভাগবতের। যদিও এ নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন উত্তরবঙ্গ প্রান্তের কার্যবহ তরুণ পণ্ডিত।

আরও পড়ুন, 'ওর হাতে রক্ত লেগে', মমতাকে নাম না করে তোপ, উত্তরপ্রদেশবাসীকে সতর্ক করলেন শুভেন্দু

অপরদিকে তাঁর আসন্ন সফরে উত্তরবঙ্গের আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে মোহন ভাগবতের সাক্ষাত নিয়ে জল্পনা ছিল। এমন কোনও পরিকল্পনা এখনও নেই, বলে স্পষ্ট করে জানানো হয়েছে। আগেরবার রাজ্যে এসে বিশিষ্ট জনের সঙ্গে দেখা করেছিলেন সংঘ প্রধান। তবে এবার সেই সাক্ষাৎসূচি জানা যায়নি। এদিকে বাংলায় এইমুহূর্তে টালমাটাল অবস্থা  রাজ্য বিজেপির। বিক্ষোভ ছড়িয়েছে  কলকাতা-সহ একাধিক জেলায়। রাজ্যের গেরুয়া শিবিরের দলীয় কার্যালয়ে  তালাও ঝুলিয়ে দিয়েছে দলের ক্ষুব্ধ নেতা ও কর্মীরা। আর এহেন পরিস্থিতির মধ্যে চলতি মাসের শুরুতেই সংঘপ্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করেন  রাজ্য বিজেপির সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী।   সূত্রে জানা গিয়েছে, সংঘপ্রধানের সঙ্গে দেখা করেছেন রাজ্য বিজেপির সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী। যা প্রকাশ্যে আসা মাত্রই দলের অন্দরের জল্পনা বেড়েছে। তবে এতকাণ্ডের পর মোহন ভাগবতের  কলকাতায় আসার কোনও পরিকল্পনাও এখনও শোনা যায়নি। 

আরও পড়ুন, শিয়রে পুরভোট, কোন ফুলে মন 'ফরাসডাঙা'-র, রইল চন্দননগর পুরসভার সাতকাহন

Share this article
click me!

Latest Videos

ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন