শিলিগুড়িতে বামেদের 'বিপর্যয়' হয়েছে, পরাজয়ের পর বললেন অশোক ভট্টাচার্য

বাকি পুরনিগমে ভালো ফল করতে না পারলেও শিলিগুড়ি নিয়ে বামেদের ভরসা ছিল অনেকটাই। জয়ের ব্যাপারে 'আত্মবিশ্বাসী' ছিলেন তাঁরা। কিন্তু, আজ ফল প্রকাশের পর সম্পূর্ণ আশাহত বাম নেতৃত্ব।

Web Desk - ANB | Published : Feb 14, 2022 10:46 AM IST / Updated: Feb 14 2022, 04:33 PM IST

বাম দুর্গ হিসেবেই পরিচিত ছিল শিলিগুড়ি (Siliguri)। কিন্তু, সেই এবার পুরভোটে সেখানে বামেদের ফলাফল একেবারেই ভালো হয়নি। তৃণমূল প্রার্থী (TMC Candidate) মহম্মদ আলমের কাছে পরাজিত হয়েছেন ৬ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)। ৫০২ ভোটে পরাজিত হয়েছেন তিনি। আর এই ফলাফলকে 'বিপর্যয়' (Disaster) বলে তিনি উল্লেখ করেছেন। যদিও তৃণমূলের এই ভালো ফলের জন্য বামেদের 'অতিরিক্ত আত্মবিশ্বাস ও অহংকার'-তে দায়ি করেছেন কংগ্রেস নেতা শঙ্কর মালাকার।   

কোন দল কতগুলি ওয়ার্ডে জয়ী 
বাকি পুরনিগমে (Municipal Corporation Election 2022) ভালো ফল করতে না পারলেও শিলিগুড়ি নিয়ে বামেদের ভরসা ছিল অনেকটাই। জয়ের ব্যাপারে 'আত্মবিশ্বাসী' ছিলেন তাঁরা। কিন্তু, আজ ফল প্রকাশের পর সম্পূর্ণ আশাহত বাম নেতৃত্ব। এবার শিলিগুড়ি পুরনিগমে (Siliguri Municipal Election 2022) কার্যত সবুজ ঝড় উঠেছে। ৩৭টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস (TMC)। বিজেপি (BJP) পেয়েছে ৫টি আসন, সিপিএম ৪টি আসন ও কংগ্রেস ১টি আসনে জয়ী হয়েছে। ফল প্রকাশের পর অশোক ভট্টাচার্য বলেন, "এই ফলাফল বিপর্যয়কর। বাকি ফলাফলও খুব একটা ভালো হবে না। আমরা যে আশা করেছিলাম, তা পূরণ হয়নি।"

আরও পড়ুন- 'টসে' জয়ী তৃণমূল প্রার্থী, সমান ভোট পেয়েও হেরে গেল বামেরা - বিরল ঘটনা আসানসোলে

আরও পড়ুন - 'বিধানননগরে মেয়র মমতা' - চমকে দিলেন সব্যসাচী, স্ত্রী পেলেন দিদির ভ্যালেন্টাইন্স ডে উপহার

শিলিগুড়ির পরবর্তী মেয়র গৌতম দেব
৩৩ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী গৌতম দেব। ৩ হাজারের বেশি ভোটে জয়ী তিনি। শিলিগুড়ির পরবর্তী মেয়র হচ্ছেন গৌতম দেব। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার চার পুরনিগমের ফল প্রকাশের পর সবুজ ঝড় উঠতেই মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে কৃতজ্ঞতা জানান। পাশাপাশি শিলিগুড়ির পরবর্তী মেয়র গৌতম দেব হবেন বলেও ঘোষণা করেন তিনি। শিলিগুড়ির পরবর্তী মেয়র হওয়ার কথা জানতে পেরেই মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানান গৌতম দেব। তিনি বলেন, "দলের এক সৈনিক হিসেবে কাজ করেছি। মুখ্যমন্ত্রী ও শিলিগুড়ির সাধারণ মানুষ যে আমার উপর আস্থা রেখেছেন তা পালন করার চেষ্টা করব।"

আরও পড়ুন- আজও হাজিরা এড়ালেন অনুব্রত, গরু পাচারকাণ্ডে সময় চাইলেন তৃণমূল নেতা

এছাড়া পরাজিত হয়েছেন ২৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শংকর ঘোষ। তৃণমূলের প্রতুল চক্রবর্তীর কাছে পরাজিত হন তিনি। শংকর ঘোষ জানান, "এই হার অপ্রত্যাশিত। পাড়ার লোকেদের পাশে আমি সবসময় ছিলা। জনগণই সব। ভোটে হার-জিত রয়েছে। বিজেপির সার্বিক ফলাফল নিয়ে সাংগঠনিকভাবে আলোচনা করা দরকার।" 

শিলিগুড়ি পুরনিগম নির্বাচনে কোন ওয়ার্ডে কে জয়ী হয়েছেন

১ নম্বর ওয়ার্ড: তৃণমূল কংগ্রেস - সঞ্জয় পাঠক
২ নম্বর ওয়ার্ড: তৃণমূল কংগ্রেস - গার্গী চ্যাটার্জি
৩ নম্বর ওয়ার্ড: তৃণমূল কংগ্রেস - রামভজন মাহাতো
৪ নম্বর ওয়ার্ড: বিজেপি - বিবেক সিং
৫ নম্বর ওয়ার্ড: বিজেপি - অনিতা মাহাতো
৬ নম্বর ওয়ার্ড: তৃণমূল কংগ্রেস - আলম খান
৭ নম্বর ওয়ার্ড: তৃণমূল কংগ্রেস - পিন্টু ঘোষ
৮ নম্বর ওয়ার্ড: বিজেপি - শালিনী ডালমিয়া
৯ নম্বর ওয়ার্ড: বিজেপি - অমিত জৈন
১০ নম্বর ওয়ার্ড: তৃণমূল কংগ্রেস - কমল আগরওয়াল
১১ নম্বর ওয়ার্ড: বিজেপি - মঞ্জুশ্রী পাল
১২ নম্বর ওয়ার্ড: তৃণমূল কংগ্রেস - বাসুদেব ঘোষ
১৩ নম্বর ওয়ার্ড: তৃণমূল কংগ্রেস - মানিক দে
১৪ নম্বর ওয়ার্ড: তৃণমূল কংগ্রেস - শ্রাবণী দত্ত
১৫ নম্বর ওয়ার্ড: তৃণমূল কংগ্রেস - রঞ্জন সরকার
১৬ নম্বর ওয়ার্ড: কংগ্রেস - সুজয় ঘটক
১৭ নম্বর ওয়ার্ড: তৃণমূল কংগ্রেস - মিলি সিনহা
১৮ নম্বর ওয়ার্ড: তৃণমূল কংগ্রেস - সঞ্জয় শর্মা
১৯ নম্বর ওয়ার্ড: সিপিআই(এম)- মৌসুমী হাজরা
২০ নম্বর ওয়ার্ড: তৃণমূল কংগ্রেস - অভয়া বোস
২১ নম্বর ওয়ার্ড: তৃণমূল কংগ্রেস - কুন্তল রায়
২২ নম্বর ওয়ার্ড: CPI(M)- দীপ্ত কর্মকার
২৩ নম্বর ওয়ার্ড: তৃণমূল কংগ্রেস - লক্ষ্মী পাল
২৪ নম্বর ওয়ার্ড: তৃণমূল কংগ্রেস - প্রতুল চক্রবর্তী
২৫ নম্বর ওয়ার্ড: তৃণমূল কংগ্রেস - জয়ন্ত সাহা
২৬ নম্বর ওয়ার্ড: তৃণমূল কংগ্রেস - সিক্তা দে বসু রায়
২৭ নম্বর ওয়ার্ড: তৃণমূল কংগ্রেস - প্রশান্ত চক্রবর্তী
২৮ নম্বর ওয়ার্ড: তৃণমূল কংগ্রেস - সম্প্রিতা দাস
২৯ নম্বর ওয়ার্ড: সিপিআই(এম)- শরদিন্দু (জয়) চক্রবর্তী
৩০ নম্বর ওয়ার্ড: তৃণমূল কংগ্রেস - সাথী দাস
৩১ নম্বর ওয়ার্ড: তৃণমূল কংগ্রেস - মৌমিতা মন্ডল (মউ)
৩২ নম্বর ওয়ার্ড: তৃণমূল কংগ্রেস - তাপস চ্যাটার্জি
৩৩ নম্বর ওয়ার্ড: তৃণমূল কংগ্রেস - গৌতম দেব
৩৪ নম্বর ওয়ার্ড: তৃণমূল কংগ্রেস - বিমান তরফদার
৩৫ নম্বর ওয়ার্ড: তৃণমূল কংগ্রেস - সম্পা নন্দী
৩৬ নম্বর ওয়ার্ড: তৃণমূল কংগ্রেস - রঞ্জন শীল শর্মা
৩৭ নম্বর ওয়ার্ড: তৃণমূল কংগ্রেস - অলোক ভক্ত
৩৮ নম্বর ওয়ার্ড: তৃণমূল কংগ্রেস - দুলাল দত্ত
৩৯ নম্বর ওয়ার্ড: তৃণমূল কংগ্রেস - পিংকি সাহা
৪০ নম্বর ওয়ার্ড: তৃণমূল কংগ্রেস - রাজেশ প্রসাদ শা (মুন্না প্রসাদ)
৪১ নম্বর ওয়ার্ড: তৃণমূল কংগ্রেস - শিবিকা মিত্তল
৪২ নম্বর ওয়ার্ড: তৃণমূল কংগ্রেস - শোভা সুব্বা
৪৩ নম্বর ওয়ার্ড: তৃণমূল কংগ্রেস - সুখদেব মাহাতো
৪৪ নম্বর ওয়ার্ড: তৃণমূল কংগ্রেস - প্রীতিকানা বিশ্বাস
৪৫ নম্বর ওয়ার্ড: সিপিআই(এম)- মুন্সী নূরুল ইসলাম
৪৬ নম্বর ওয়ার্ড: ​​তৃণমূল কংগ্রেস - দিলীপ বর্মণ
৪৭ নম্বর ওয়ার্ড: তৃণমূল কংগ্রেস - অমর আনন্দ দাস

Share this article
click me!