শিলিগুড়ির রাজনৈতিক ঐতিহ্যকে সম্মান জানাবে মানুষ, ভোটে অশান্তি রুখতে বড় বার্তা অশোকের

এদিন সকাল সকাল ভোট দিতে ভোট গ্রহণ  কেন্দ্রে চলে যান  অশোক ভট্টাচার্য ও গৌতম দেব তবে ভোট গ্রহণ প্রক্রিয়া দেখে মোটের উপর সন্তোষ প্রকাশ করতেই দেখা যায় অশোক ভট্টাচার্যকে

করোনা সঙ্কটের জেরে শুরুতে পিছিয়ে গিয়েছিল ভোটের দিনক্ষণ অবশেষে পরিবর্তিত সূচি মেনে ১২ তারিখ থেকেই শুরু হয়ে গিয়েছে বাংলার চার পুর নিগমের ভোট গ্রহণ প্রক্রিয়া বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর ও আসানসোল-এই চার পৌরসভায় সভায় ভোটগ্রহণ শুরু হয়েছে এদিকে এর আগে গত ২২ জানুয়ারি আসানসোল, বিধাননগর, শিলিগুড়ি এবং চন্দননগর- এ চার পৌরসভায় ভোটগ্রহণের তারিখ ধার্য ছিল কিন্তু করোনা পরিস্থিতিতে তা পিছিয়ে ১২ ফেব্রুয়ারি পরবর্তী দিন ঠিক করে দেয় হাইকোর্ট  সেই নির্দেশিকা মেনেই এদিন শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া 

অন্যদিকে শনিবার সকাল থেকে কড়া ঠান্ডার মধ্যেই ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে শিলিগুড়িতে তবে শুরুতে সেভাবে ভিড় দেখা যায়নি অনেক বুথে ৪৭ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বুথে ইভিএম খারাপ হওয়ায় ভোট গ্রহণ শুরু করতে দেরি হয় বাকি ওয়ার্ডগুলিতে অবশ্য নির্বিঘ্নেই ভোটপর্ব শুরু হয় তবে বেলা বাড়তেই ধীরে ধীরে বদালাতে থাকে পরিস্থিতি বাড়তে থাকে ভোটারদের ভিড় অন্যদিকে এদিন সকাল সকাল ভোট দিতে ভোট গ্রহণ  কেন্দ্রে চলে যান  অশোক ভট্টাচার্য ও গৌতম দেব তবে ভোট গ্রহণ প্রক্রিয়া দেখে মোটের উপর সন্তোষ প্রকাশ করতেই দেখা যায় অশোক ভট্টাচার্যকে

Latest Videos

আরও পড়ুন-পুলিশের গাড়িতে তৃণমূল প্রার্থীর স্টিকার, জিতেন্দ্রকে নিয়ে জোর বিতর্ক, অভিযোগের পাহাড় আসানসোলে

আরও পড়ুন-আসানসোলে পুরভোটের মাঝেই আটক ২ বিজেপি প্রার্থী, 'বহিরাগত' রাখার অভিযোগ তুলে বিক্ষোভ

পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, সব ভালোই চলছে কোথাও তো আপাতত কোনও অসুবিধা নেই আমার কাছে এখনও পর্যন্ত যা তথ্য আছে তাতে দেখা যাচ্ছে সব জায়গাতেই ভোট শুরু হয়েছে সব জায়গাতেই পোলিং এজেন্টরা বসতে পেরেছেন এখনও পর্যন্ত কোথাও বিশেষ সংঘর্ষের খবর পাওয়া যায়নি আশা করছি শিলিগুড়ির যে রাজনৈতিক ঐতিহ্য সেটা সকলে মেনে চলবে সকলে নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবে অন্যদিকে ভোট লুঠ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, আশা করছি শিলিগুড়িতে এবারে সেরকম কোনও ঘটনা ঘটবে না শেষ পাওয়া আপডেট অনুসারে সকাল ৯টা পর্যন্ত শিলিগুড়িতে ভোট পড়েছে ১২.৬৮ শতাংশ।অশোক ভট্টাচার্য অশান্তির কথা না বললেও এদিন ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হতেই একাধিক জায়গায় কিছু বিক্ষিপ্ত অশান্তির ঘটনার কথা সামনে আসে। সূত্রের খবর শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল বুথ দখল করে ভোট করাচ্ছে বলে অভিযোগ ওঠে। অন্যদিকে সন্তোষী নগরে ৪ নম্বর ওয়ার্ডে বুথের সামনে তৃণমূলের জমায়েত ঘিরে ছড়ায় উত্তেজনা।

আরও পড়ুন-বাবাকে হারিয়ে শোকে কাতর রবিনা, আবেগঘন পোস্টে চোখে জল আনা বার্তা দিলেন নায়িকা

আরও পড়ুন-অটল টানেলের মুকুটে নয়া পালক,ওয়ার্ল্ড বুক রেকর্ডসে বিশ্বের দীর্ঘতম সড়ক-সুড়ঙ্গের তকমা

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?