সংক্ষিপ্ত
১০ হাজার ফুট উচু সবচেয়ে দীর্ঘতম টানেলটি এবার বিশ্বের দীর্ঘতম দীর্ঘতম সড়ক-সুড়ঙ্গের তকমা পেল। বর্ডার রোডস অর্গানাইজেশনের এক মুখপাত্র জানিয়েছেন, তারা ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস থেকে বিশ্বের দীর্ঘতম সড়ক-সুড়ঙ্গের এই একই সম্মানে সম্মানিত হয়েছে।
এবার মুকুটে নতুন পালক অটল টানেলের (Atal Tunnel)। ১০ হাজার ফুট উচু সবচেয়ে দীর্ঘতম টানেলটি (Atal Tunnel) এবার বিশ্বের দীর্ঘতম দীর্ঘতম সড়ক-সুড়ঙ্গের (World’s Longest Highway Tunnel)তকমা পেল। উল্লেখ্য, লন্ডনের ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসের (World Book of Records) তালিকায় শীর্ষ স্থান অর্জন করেছে এই অটল টানেল। পিরপঞ্জল পাহাড় খুঁড়ে তৈরি অটল টানেলের দৈর্ঘ্য ৯.২ কিলোমিটার। সমুদ্রতল থেকে যার গড় উচ্চতা ১০ হাজার ফুট। এই অটল টানেল নির্মাণকারী সংস্থা বর্ডার রোডস অর্গানাইজেশন বা বিআরও জানিয়েছে, এমন উচ্চতায় এটিই বিশ্বের দীর্ঘতম সড়ক-সুড়ঙ্গ হিসাবে আজ সকলের কাছে পরিচিত।
বর্ডার রোডস অর্গানাইজেশনের (BRO) এক মুখপাত্র জানিয়েছেন, তারা ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস থেকে বিশ্বের দীর্ঘতম সড়ক-সুড়ঙ্গের এই একই সম্মানে সম্মানিত হয়েছে। মাটি থেকে ১০ হাজার ফিট উচ্চতায় এই টানেলটি দুনিয়ার সবচেয়ে দীর্ঘ হাইওয়ে টানেল (World’s Longest Highway Tunnel)। এই আইকনিক টানেলটি হিমালয়ের একটি ইঞ্জিনিয়ারিং বিস্ময় বলা যেতে পারে। লাহৌল এবং স্পিতি জেলার জন্য একটি গেম চেঞ্জার হিসাবে প্রমাণিত হয়েছে। এই টানেলের ফলে মানালি থেকে লেহ-র সফরের (Manali to leh Journey) সময়ে প্রায় ৪ ঘণ্টা পর্যন্ত কমে গিয়েছে। রাস্তা কমছে ৪৬ কিলোমিটার। এছাড়া এই টানেলের মাধ্য়মে প্রত্যন্ত এলাকাগুলির সঙ্গেও ভারতের বাকি জায়গাগুলিতে নিরাপদে ও যে কোনও আবহাওয়ায় সংযোগস্থাপন করতে বিশেষভাবে সাহায্য করবে এই টানেল।
আরও পড়ুন-অটল টানেল আর তুষারপাতের টানে ভ্রমণ, প্রকৃতি বাধ সাধায় আটকে ৩০০ পর্যটক
আরও পড়ুন-অটল টানেলে গাড়ির মেলা ছাপিয়ে গেল সব রেকর্ড, দুর্ঘটনা রুখতে কড়া নিরাপত্তা
আরও পড়ুন-অটল টানেল নিয়ে রাজনীতির পারদ চড়ছে, ১৫ দিন সময়সীমা বাঁধল কংগ্রেস
টানেলের সাউথ পোর্টালটি মানালির (Manali) কাছে প্রায় ৯৮৪০ ফুট উচ্চতায় অবস্থিত আর অন্যদিকে নর্থ পোর্টালটি লাহুল উপত্যকার সিশুতে ১০,১৭১ ফুট উচ্চতায় রয়েছে। নিরাপদ ভ্রমণ ছাড়াও টানেলটি লেহ-এর থেকে মানালির মধ্যে দূরত্ব অনেকটা কমিয়ে দিয়েছে। রিপোর্টে প্রকাশিত তথ্য অনুসারে, টানেলের অন্দরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখতে বিশেষ প্রযুক্তিরও ব্যবহার করা হয়েছে।যদি কখনও অগ্নিকান্ড ঘটে তাহলে সেই পরিস্থিতির মোকাবিলা করার জন্য রয়েছে জলের পাইপলাইন এবং ৫০ মিটার অন্তর ফায়ার রেটেড ডাম্পারেরও ব্যবস্থা করা আছে। সেই সঙ্গে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ নজরদারির উদ্দেশ্যে ২৫০ মিটার অন্তর থাকছে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছে। উল্লেখ্য, ৩২০০ কোটি টাকা খরচ করে তৈরি করা এই অটল টানেল বিশ্বের প্রথম টানেল, যেখানে ফোর জি ইন্টারনেটেরও সুবিধা পাওয়া যাবে।