বিকেল থেকে দুর্যোগের ঘনঘটা। বজ্রঘাতে প্রাণ গেল মহিলা-সহ ছ'জনের। আহত হয়েছেন আরও দু'জন। শনিবার এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদ।
আরও পড়ুন: বজবজের পুজালিতে তৃণমূল কাউন্সিলরকে ধারালো অস্ত্রের কোপ, আটক ২
প্রথম ঘটনাটি ঘটে সাগরদিঘির বিশ্বনাথপুরে। বিকেলে কাজ সেরে জমি থেকে বাড়ি ফিরছিলেন মালিক-সহ পাঁচজন। আচমকাই আকাশ কালো করে বৃষ্টি নামে। বৃষ্টি থেকে বাঁচার জন্য মাঠের পাশে ডিপটিউবওয়েলের ঘরে আশ্রয় নেন তাঁরা। কিন্তু কিছুক্ষণ পরেই সেখানে সশব্দে বাজ পড়ে। ঘটনাস্থলেই মারা যান সমর মণ্ডল, ভারতী মণ্ডল ও শিবরাম মাহাতো নামে তিনজন। বজ্রঘাতে গুরুতর জখম হন জমির মালিক রাজুবালা মণ্ডল ও তেতত্রী মাহাতো। তাঁদের প্রথমে ভর্তি করা হয় সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে। রাতের দিকে সকলকেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
আরও পড়ুন: 'করোনা ভাইরাস থেকে মুক্তি দাও', বিপদতারিণীর কাছে প্রার্থনা বঙ্গবাসীর
এদিকে মুর্শিদাবাদ জেলারই ভরতপুরেও বাজ পড়ে প্রাণ হারিয়েছেন আরও তিনজন। মৃতের হলেন ইমতিয়াজ আলম, মতিচাঁদ আলি ও সিফালি শেখ। দু'জনের বাড়ি ভরতপুরেই তালগ্রামে, আর একজন জোড়গাছি গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, সন্ধেবেলায় কাজ সেরে বাড়ি ফিরছিলেন ওই তিনজন। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।