যাত্রীদের ভিড় সামলাতে চলবে অতিরিক্ত ট্রেন, সিদ্ধান্ত দক্ষিণ-পূর্ব রেলেরও

  • করোনা আতঙ্কের চালু লোকাল ট্রেন
  • যাত্রীদের ভিড় হচ্ছে প্রায় আগের মতোই
  • চাপ সামলাতে এবার ট্রেনের সংখ্যা বাড়াল দক্ষিণ-পূর্ব রেলওয়ে
  • মঙ্গলবার থেকে কার্যকর নয়া সিদ্ধান্ত

পূর্ব রেলের পর এবার দক্ষিণ পূর্ব রেলওয়ে, যাত্রী স্বাচ্ছন্দ এবং শারীরিক দূরত্ব যাতে বজায় থাকে সে কারণে বাড়তি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ জানান, মঙ্গলবার থেকেই বাড়তি ১৪টি গাড়ি চালানো হবে। আপ এবং ডাউন দুই ক্ষেত্রে ৭ টি করে ট্রেন চালানো হবে। 

কোন কোন শাখায় চলবে বাড়তি ট্রেন

Latest Videos

হাওড়া থেকে পাঁশকুড়া চারটি লোকাল
হাওড়া থেকে মেদিনীপুর একটি লোকাল
হাওড়া থেকে খড়গপুর একটি লোকাল
হাওড়া থেকে মেচেদা একটি লোকাল

কয়েকদিন আগেই ভবানী ভবনে রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন পূর্ব রেল এবং দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিকরা। সেই বৈঠকে লোকাল ট্রেন বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। ওই বৈঠকের পর পূর্ব রেল কর্তৃপক্ষ ঘোষণা করে ৯৫% লোকাল ট্রেন চালাবে তারা। যদিও যাত্রীসংখ্যা বিবেচনা করে পূর্বঘোষণা মত ৮১ টি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত বহাল রাখে দক্ষিণ পূর্ব রেল। পরবর্তীতে যাত্রী সংখ্যা বৃদ্ধি পেতে পারে এই ভাবনা মাথায় রেখে আগামী মঙ্গলবার থেকে বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ে। 

আরও পড়ুন: রাজধানীর এসি ফার্স্ট ক্লাসে থিকথিক করছে 'আরশোলা', আলো নিভতেই ভয়ে কেঁপে উঠল যাত্রীরা

এদিকে, দুর্গাপুজো ও কালীপুজোর ছুটি কাটিয়ে মঙ্গলবার কিংবা বুধবার থেকেই ফের কলকাতামুখী হবেন যাত্রীরা। অতিরিক্ত ভিড় হতে পারে পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলের বিভিন্ন শাখায়। তার ফলে শারীরিক দূরত্ব বজায় রেখে হাওড়া কিংবা শিয়ালদা শাখায় যাত্রীরা কতটা সফর করতে পারবেন তাই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Share this article
click me!

Latest Videos

ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!
Suvendu Adhikari: 'তৃণমূল বাচ্চাদের ট্যাবও খেয়ে ফেলছে' চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর
'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
হতবাক সবাই! হাওড়া স্টেশন থেকে এ কী উদ্ধার হলো, দেখুন | Howrah News Today