করোনায় সংক্রমণের শিকার পুলিশ সুপার, জেলায় আক্রান্ত দেড় হাজারেরও বেশি

Published : Aug 15, 2020, 07:54 PM IST
করোনায় সংক্রমণের শিকার পুলিশ সুপার, জেলায় আক্রান্ত দেড় হাজারেরও বেশি

সংক্ষিপ্ত

ফের করোনার ছোবল পুলিশের উঁচুমহলে সংক্রমণ ধরা পড়ল রায়গঞ্জের পুলিশ সুপারের জেলায় আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়াল উদ্বেগ বাড়ছে প্রশাসনের

কৌশিক সেন, রায়গঞ্জ:  ফের করোনার ছোবল পুলিশের উঁচুমহলে। এবার সংক্রমণের শিকার হলেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার। জেলায় আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে গেল। প্রশাসনের উদ্বেগ বাড়ল আরও, আতঙ্ক ছড়িয়েছে পুলিশ মহলেও।

আরও পড়ুন: বদলি নিয়ে জটিলতা', অতিরিক্ত জেলাশাসককে লক্ষ্য করে 'অ্যাসিড হামলা' মহিলা কর্মীর

করোনা আতঙ্ক, সাপ্তাহিক লকডাউন চলছে রাজ্যে। সাধারণ মানুষ যখন গৃহবন্দি, তখন লকডাউন সফল করতে পথে নেমেছেন পুলিশকর্মীরা। ফলে যা হওয়ার, তাই হচ্ছে। নিচুতলার কর্মীরা তো বটেই, করোনা থেকে রেহাই পাচ্ছেন রাজ্য ও জেলা পুলিশের পদস্থ আধিকারিকরাও। গত মাসের শেষের দিকে করোনা আক্রান্ত হন আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সুকেশ জৈন। এবার সেই তালিকায় নাম উঠল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমারেরও।

আরও পড়ুন: স্বস্তি মিলবে শহরে, অঝোর ধারার বৃষ্টির পূর্বাভাস গাঙ্গেয় পশ্চিমবঙ্গে

এদিকে আবার রায়গঞ্জ-সহ উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় করোনা আক্রান্তের সংখ্য়া বেড়েই চলেছে। তবে রায়গঞ্জ ও ইসলামপুর পুর এলাকায় পরিস্থিতিই সবচেয়ে উদ্বেগজনক। স্রেফ রায়গঞ্জে আক্রান্তের সংখ্য়া তিনশো ছাড়িয়ে গিয়েছে।  রায়গঞ্জ ও ইসলামপুর মিলিয়ে মারা গিয়েছেন ৯ জন। যদিও স্বাস্থ্য দপ্তরের দাবি, আক্রান্তের সংখ্যা বাড়লেও, চিকিৎসা সেরেও উঠছেন বহু মানুষ।  বস্তুত, শুক্রবার রায়গঞ্জের কোভিড হাসপাতালে থেকে ছাড়া় পেয়েছেন বেশ কয়েকজন রোগী। তাঁদের সংবর্ধনা দেন জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।

PREV
click me!

Recommended Stories

বাবরি মসজিদের জন্য কোটি কোটি টাকা হুমায়ুন কবীরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তলব করল SBI
LIVE NEWS UPDATE: 'আপনার টাকা আপনার অধিকার' কর্মসূচির সঙ্গে যুক্ত হলেন প্রধানমন্ত্রী মোদী, জানুন কী এই কর্মসূচি