ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে বেশ কয়েক দিন ধরেই সংঘাত চলছে রাজ্যসরকার ও রাজ্যপাল জগদীপ ধনখড়ের মধ্যে আচার্য হিসেবে রাজ্যপাল এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছিলেন বিশ্ববিদ্যালয়েরই ডিন তপন মণ্ডলকে। কিন্তু রাজ্যসরকার তা খারিজ করে দেয়। রাজ্য সরকার উপাচার্য হিসেবে সোমা বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেয়।
ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের (Diamond Hurber Woman University) উপাচার্য (VC) নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্য়পাল সংঘাত আবারও প্রকাশ্যে এসেছে। এবার সোশ্যাল মিডিয়ায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Governor Jagdeep Dhankhar) তীব্র সমালোচনা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। সোশ্যাল মিডিয়ায় ব্রাত্য বসু রাজ্যপাল জগদীপ ধনখড়তে মনোনীত আচার্য হিসেবে সম্বোধন করে নির্বাচিত রাজ্য সরকারের সঙ্গে সবরকম সহযোগিতা করার কথা বলেছেন।
ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে বেশ কয়েক দিন ধরেই সংঘাত চলছে রাজ্যসরকার ও রাজ্যপাল জগদীপ ধনখড়ের মধ্যে আচার্য হিসেবে রাজ্যপাল এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছিলেন বিশ্ববিদ্যালয়েরই ডিন তপন মণ্ডলকে। কিন্তু রাজ্যসরকার তা খারিজ করে দেয়। রাজ্য সরকার উপাচার্য হিসেবে সোমা বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেয়।
তারপরই নতুন উপাচার্যকে রাজ্যপাল যাতে মেনে নেন তার জন্য সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন ব্রাত্য বসু। স্পষ্ট করে জানিয়ে দেন রাজ্যপাল আচার্য হিসেবে তাংর ব্যক্তিগত মতামত ও নিজের অভিপ্রায় যাতে শিক্ষা দফতরের ওপর না চাপিয়ে দেন। বিধি মেনেই তিনি যাতে নবনিযুক্ত উপাচার্যদের অভিনন্দন জানান সেকথাও বলেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।
সম্প্রতী কলকাতা, যাদবপুরসহ রাজ্যের ২৪টি বিশ্ববিদ্যালয়ে নিয়ম বহির্ভূতভাবে উপাচার্য নিয়োগ হয়েছে- এই অভিযোগ তুলে সরব হন রাজ্যপাল জগদীপ ধনখড়। বিষয়টি নিয়ে নবান্ন ও রাজভবনের সংঘাত চরম পর্যায়ে পৌঁছায়। রাজ্যপাল জগদীপ ধনখড় একাধিকবার বিষয়টি মিডিয়ার সামনে উত্থাপন করেন। তিনি মুখ্যমন্ত্রীকে পর্যন্ত উপাচার্য করা কথা বলেছিলেন। সেই সময়ও ব্রাত্য বসু রাজ্যপালের এজাতীয় মন্তব্যের তীব্র সমালোচনা করেছিলেন। এবারও উপাচার্যদের নিয়োগে বাধা হয়ে না দাঁড়ানোর কথা বলেন রাজ্যপালকে। পাশাপাশি রাজ্যপালের ভূমিকারও তীব্র সমালোচনা করেন।
শুধু উপাচার্য নিয়োগ নয়, আরও একাধিক বিষয় নিয়ে রাজ্য ও রাজ্যপালের সংঘাতের ঘটনা ঘটেছে। বালি পৌরসভা নিয়ে নবান্নের সঙ্গে রাজ্যপালের সংঘাত এখনও অব্যাহত রয়েছে। রাজ্যসরকারের একাধিক নীতির সমালোচনা করতে রাজ্যপাল যেমন পিছপা হয় না,তেমনই রাজ্য সরকারও রাজ্যপালের সমালোচনায় সর্বদা সরব থাকে।
Maynaguri train accident: বিকান এক্সপ্রেস দুর্ঘটনার কারণ জানতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ রেলের
Maynaguri Train Accident: 'নাশকতা হলেও হতে পারে', আশঙ্কা প্রকাশ রবীন্দ্রনাথ ঘোষের
https://bangla.asianetnews.com/india/up-election-2022-police-file-charges-against-2-500-people-at-sp-party-office-for-violet-covid-rules-bsm-r5pnjg