ইটাহারে মর্মান্তিক পথ দুর্ঘটনা, টোটো-লরির সংঘর্ষে হত দুই শিশুসহ ৫

Published : May 06, 2021, 11:33 AM ISTUpdated : May 06, 2021, 11:35 AM IST
ইটাহারে মর্মান্তিক পথ দুর্ঘটনা, টোটো-লরির সংঘর্ষে হত দুই শিশুসহ ৫

সংক্ষিপ্ত

টোটো, মোটরবাইক ও লরির সংঘর্ষে এক ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত্যু হল দুই শিশুসহ ৫ জনের উত্তর দিনাজপুরের ইটাহারের জাতীয় সড়কে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘাতক লরিটির চালক পলাতক

টোটো, মোটরবাইক ও লরির সংঘর্ষে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই শিশুসহ ৫ জনের। মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে উত্তর দিনাজপুর জেলার ইটাহার চাভোর মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে। ঘাতক লড়ি সহ চালক খালাসি পলাতক। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ। 

আরও পড়ুন: মর্মান্তিক - করোনায় মৃতপ্রায় বাবার মুখে জল দিতে মায়ের সঙ্গে লড়াই অবুঝ মেয়ের, দেখুন

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিয়েবাড়ির নেমন্তন্ন খেয়ে বাড়ি ফেরার পথে ইটাহারের পাম্প মোড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় দুই শিশু সহ পাঁচজনের মৃত্যু ঘটে। 

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে ফের কড়া চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিকট শব্দ শুনে তাঁরা এসে দেখতে পান একটি মোটরবাইক ও টোটোতে চেপে বাড়ির পথে ফিরছিলেন কয়েকজন। একটি মালবোঝাই লড়ির সাথে একই সঙ্গে মোটরবাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শিশুসহ পাঁচজনের। মৃতরা হলেন স্বপন দাস ( ৪০),  পিংকি দাস ( ৩২), ইশান দাস ( ২),  অনির্বান বসাক ( ১৪)  এবং পঞ্চমী দাস ( ১৫) । ঘাতক লরিটি ফেলে রেখে পলাতক চালক ও খালাসী। ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ। মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

PREV
click me!

Recommended Stories

BJP News: নিউটাউনে তৃণমূলের বাড়ল অস্বস্তি! গেরুয়া শিবিরে দুই নেতা-কর্মীর যোগদান
Sukanta Majumdar: সংসদে ‘বঙ্কিমদা’ বলায় মোদীকে কটাক্ষ তৃণমূলের! পাল্টা আক্রমণ সুকান্তর