পড়ুয়াকে মার খোদ উপাচার্যের, বিক্ষোভে উত্তাল অ্যাডামাস বিশ্ববিদ্যালয়

  • সেমেস্টারের ফি দেওয়াকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে
  • খোদ উপাচার্যের বিরুদ্ধেই পড়ুয়াদের মারধরের অভিযোগ
  • বারাসতে বিশ্ববিদ্যালয়ের ক্য়াম্পাসে গেট বন্ধ করে তুমুল বিক্ষোভ
  • প্রতিক্রিয়া মেলেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের

পড়ুয়াদের আন্দোলনে চাপে হস্টেলে ফি কমেছে দিল্লির জেএনইউ বিশ্ববিদ্যালয়ে, তখন সেমেস্টারের ফি দেওয়াকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড বারাসতে একটি বেসরকারি বিশ্ববিদ্য়ালয়ে। খোদ উপাচার্যের বিরুদ্ধে মারধরের অভিযোগে তুলে বিক্ষোভ শামিল পড়ুয়ারা। বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের গেটও। এই ঘটনায় নিয়ে অবশ্য মুখে কুলুপ এঁটেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

এ রাজ্যে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়। বারাসতে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের  নামডাকও যথেষ্ট। এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে স্নাতক, এমনকী স্নাতকোত্তর স্তরেও পঠনপাঠন চলে। তবে পড়াশোনার খরচ শুনলে চোখে কপাল উঠবে অনেকেরই। কিন্তু পড়ুয়ার আর তো অভাব নেই! সরকারি বিশ্ববিদ্যালয় কিংবা কলেজে ভর্তির সুযোগ না পেয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিও হন অনেকেই। তবে সেমিস্টারে ফি জমা দিতে গিয়ে নাজেহাল অবস্থা হয় পড়ুয়াদের। বারাসতে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দাবি, চলতি মাসেই সেমেস্টারের ফি মিটিয়ে দিতে বলেছেন উপাচার্য।  কিন্তু একজন পড়ুয়া এখনও পর্যন্ত ফি জমা দিতে পারেননি। স্রেফ এই কারণে উপাচার্য তাঁর পরিচয়পত্র কেড়ে নেন বলে অভিযোগ। ওই পড়ুয়ার সহপাঠীদের বক্তব্য়, যখন উপাচার্যের পরিচয়পত্রটি চাইতে যান, তখন তা ফেরত দেওয়া দূর, উল্টে তিনি পড়ুয়াদের মারধর করেন। ঘটনাটি জানাজানি হতে উত্তেজনা ছড়িয়ে পড়ে বারাসতে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। সকাল থেকেই ক্যাম্পাসে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়া। বন্ধ বিশ্ববিদ্যালয়ের গেট, শিকেয় উঠেছে পঠনপাঠন। ঘটনার যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করছে, ততক্ষণ বিক্ষোভ চালিয়ে যাবেন তাঁরা।

Latest Videos

কী বলছেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? এই ঘটনা নিয়ে উপাচার্য বা বিশ্ববিদ্যালয়ের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়। স্থানীয় বাসিন্দাদের অবশ্য দাবি, এবারই প্রথম নয়। বিভিন্ন ইস্যুতে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে অশান্তি লেগেই থাকে। 
 

Share this article
click me!

Latest Videos

'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News