আগামী কয়েকদিন রাজ্যজুড়ে সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকেব। জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও বেলা বাড়লে তাপমাত্রা কিছুটা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা দেখা গিয়েছে। বেলা বাড়লে সামান্য আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।
আবহাওয়া দফতর জানিয়েছে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে শীচ চলে এলেও রাজ্যে উত্তর-পশ্চিমের যে হাওয়া রয়েছে তা পুরোপুরি ছড়িয়ে পড়তে আরও কিছুটা সময় লাগবে। ফলত চলতি মাসের শেষ সপ্তাহে বা ডিসেম্বরের শুরুতে কলকাতায় শীত আসার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমেদর জোলগুলিতে তাপমাত্রা ১৫ ডিগ্রি ছুঁয়েছে। আগামী কয়েকদিন এরকমই আবহাওয়া থাকবে রাজ্যে।
একদিকে উত্তর-পশ্চিম হাওয়া ও অন্যদিকে পশ্চিমি ঝঞ্ঝার জেরে বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরে ফের তুষার পাত হয়েছে। তবে দক্ষিণবঙ্গে শীতের আমেজ এলেও পাকাপাকি শীত আসতে এখনও কিছুটা অপক্ষে করতে হবে।