সকাল-সন্ধ্যায় শীতের আমেজ চলবে, বলছে আবহাওয়া দফতর

Published : Nov 14, 2019, 09:53 AM ISTUpdated : Nov 14, 2019, 10:20 AM IST
সকাল-সন্ধ্যায়  শীতের আমেজ চলবে, বলছে আবহাওয়া দফতর

সংক্ষিপ্ত

সকাল, সন্ধ্যায় শীতের আমেজ রাজ্যে বেলা বাড়ার সঙ্গে বাড়বে তাপমাত্রা বেলা বাড়লে আদ্রর্তা জনিত অস্বস্তি থাকবে পশ্চিমের জেলাগুলিতে ক্রমশ কমছে তাপমাত্রার পারদ

আগামী কয়েকদিন রাজ্যজুড়ে সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকেব। জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও বেলা বাড়লে তাপমাত্রা কিছুটা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা দেখা গিয়েছে। বেলা বাড়লে সামান্য আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।

আবহাওয়া দফতর জানিয়েছে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে শীচ চলে এলেও রাজ্যে উত্তর-পশ্চিমের যে হাওয়া রয়েছে তা পুরোপুরি ছড়িয়ে পড়তে আরও কিছুটা সময় লাগবে। ফলত চলতি মাসের শেষ সপ্তাহে বা ডিসেম্বরের শুরুতে কলকাতায় শীত আসার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমেদর জোলগুলিতে তাপমাত্রা ১৫ ডিগ্রি ছুঁয়েছে। আগামী কয়েকদিন এরকমই আবহাওয়া থাকবে রাজ্যে। 

একদিকে উত্তর-পশ্চিম হাওয়া ও অন্যদিকে পশ্চিমি ঝঞ্ঝার জেরে বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরে ফের তুষার পাত হয়েছে। তবে দক্ষিণবঙ্গে শীতের আমেজ এলেও পাকাপাকি শীত আসতে এখনও কিছুটা অপক্ষে করতে হবে। 

PREV
click me!

Recommended Stories

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন এই প্রবাসী বাঙালি, চিনে নিন তাঁকে
জানুয়ারিতে সরকারি কর্মীদের জন্য সুখবর! টানা ৫ দিনের ছুটিতে বড় কিছু প্ল্যান করতেই পারেন