Students Week: গ্রিটিংস কার্ডেই পড়ুয়াদের নববর্ষের শুভেচ্ছা মমতার, ‘স্টুডেন্টস উইক’ নিয়েও বিশেষ নির্দেশিকা

ছাত্র সপ্তাহের প্রত্যেকদিনই স্কুলগুলিকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে নির্দেশ দেওয়া হয়েছে। সপ্তাহভর নাচ, গান, অঙ্কন প্রতিযোগিতার কথাও বিশেষ ভাবে বলা হয়েছে বলে জানা যাচ্ছে।

দ্বিতীয়বার ক্ষমতায় এসেই স্টুডেন্টস ক্রেডিট কার্ড(Student Credit Card) চালু করে গোটা রাজ্যবাসীকেই বড় চমক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়(Chief Minister Mamata Banerjee)। বিধানসভা নির্বাচনের(Assembly elections) আগেই ভোটে জয়লাভ করলে স্টুডেন্টস ক্রেডিট কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় এসেই কথা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে ছাত্র স্বার্থের কথা মাথায় রেখে ইতিমধ্যেই চালু হয়েছে আরও একাধিক প্রকল্প। এমতাবস্থায় এবার নতুন বছরের পয়লা জানুয়ারিকে স্টুডেন্টস ডে হিসাবে আগেই ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো(Trinamool supremo)। এমনকী ১ জানুয়ারি থেকে সপ্তাহভর রাজ্য পালন হতে চলেছে ছাত্র দিবস(Students’ Day)। যা নিয়ে প্রশাসনিক প্রস্তুতিও রয়েছে তুঙ্গে। এমতাবস্থায় এবার ছাত্র-ছাত্রীদের নতুন বছরে শুভকামনা জানিয়ে গ্রিটিংস কার্ড দিচ্ছেন মুখ্যমন্ত্রী(Chief Minister is giving greetings cards)। নতুন বছরের শুরুতেই সেই গ্রিটিংস কার্ড ছাত্রছাত্রীরা স্কুল মারফত পেয়ে যাবেন। ওই চিঠিতেই নতুন বছরের শুরুতেই সপ্তাহভর পড়ুয়া সপ্তাহ পালনের বিষয়েও বিশেষ উল্লেখ রয়েছে বলে জানা যাচ্ছে।

তবে রাজ্যস্তরে স্টুডেন্টস উইকের মূল অনুষ্ঠানটি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে(Netaji Indoor Stadium) হবে ৩ জানুয়ারি। অন্যদিকে সূত্রের খবর, ইংরেজি নববর্ষের শুরু থেকে ৭ জানুয়ারি পর্যন্ত পালিত হবে ‘স্টুডেন্টস উইক’বুধবার স্কুলশিক্ষা ও উচ্চশিক্ষা দপ্তরের প্রধান সচিব প্রত্যেক জেলাশাসক, কলকাতার পুরকমিশনার ও জিটিএ সচিবকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু কি বলা হচ্ছে ওই নির্দেশিকায়? জানা যাচ্ছে ছাত্র সপ্তাহের প্রথমদিন স্কুলের কোনও খোলা জায়গায় প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। প্রয়াত কোভিড যোদ্ধাদের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন হবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে।

Latest Videos

আরও পড়ুন- ফের বাড়ছে উদ্বেগ, করোনা ভাইরাসের বুস্টার ডোজ নিয়ে কেন্দ্রকে নিশানা মমতার

অন্যদিকে স্টুডেন্ট উইকে(Students Week) প্রায় ২৫ হাজার পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে উচ্চ শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই সেই টার্গেটকে সামনে রেখে বিভিন্ন জেলাগুলিকে উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে রাজ্যের তরফে। একই সাথে ছাত্র সপ্তাহের প্রত্যেকদিনই স্কুলগুলিকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে নির্দেশ দেওয়া হয়েছে। সপ্তাহভর নাচ, গান, অঙ্কন প্রতিযোগিতার কথাও বিশেষ ভাবে বলা হয়েছে। পাশাপাশি সরকারের শিক্ষামূলক প্রকল্পগুলির কথাও পড়ুয়াদের জানানোর নির্দেশ দেওয়া হয়েছে উপর মহলের তরফে।

Share this article
click me!

Latest Videos

লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik