"বাম-কংগ্রেস না থাকলে বিধানসভায় ভালো লাগে না", বলছেন সুব্রত মুখোপাধ্যায়

  • মন ভালো নেই পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের
  • বাম ও কংগ্রেস না থাকায় তাঁর ভালো লাগছে না 
  • বিধানসভায় বাম ও কংগ্রেসকে খুব মিস করছেন মন্ত্রী
  • বিজেপির থেকে ১২০ গুন ভালো বাম-কংগ্রেস

একুশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর অবাক হয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাম ও কংগ্রেস যে একটিও আসন জিততে পারবে না এটা ভাবতেই পারেননি তিনি। এর ফলে স্বাধীনতার পর এই প্রথমবার বিধানসভা বাম-কংগ্রেস শূন্য। শুধুমাত্র বিজেপি ও তৃণমূলের বিধায়করাই রয়েছেন সেখানে। এই মুহূর্তে বিধানসভায় অধিবেশন চলছে। কিন্তু, মন ভালো নেই পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। বাম ও কংগ্রেস না থাকায় একেবারেই তাঁর ভালো লাগছে না বলে জানিয়েছেন। 

আরও পড়ুন- গত বছরের তুলনায় ছয়গুণ বেড়েছে খাবারের অভাব, ২০২২ সালে আসতে পারে দুর্ভিক্ষ : রিপোর্ট

Latest Videos

শুক্রবার বিধানসভায় উপস্থিত ছিলেন সুব্রতবাবু। রাজ্য সরকারের একাধিক সাফল্য তুলে ধরেন তিনি। পাশাপাশি সমালোচনা করেন বিরোধীদের। সবই চলছে নিয়ম অনুসারে। একইভাবে হট্টগোল হচ্ছে। সবই ঠিক আছে। কিন্তু, কিছুতেই মন বসাতে পারছেন না তিনি। কারণ এই মুহূর্তে বিধানসভায় বাম ও কংগ্রেসকে খুবই মিস করছেন মন্ত্রী। 

আরও পড়ুন- ছেলের আবাস যোজনার বাড়িতে ঠাঁই হয়নি, বৃষ্টিতে কাঁচাবাড়ি ধসে মৃত্যু মায়ের

এ প্রসঙ্গে তিনি বলেন, "‌আজ সিপিআইএম নেই। তার প্রধান কারণ, পঞ্চায়েত ব্যবস্থার অপব্যবহার। আমরা পঞ্চায়েত ব্যবস্থা তৈরি করে গেলাম। আর বামেরা তার অপব্যবহার করল। আমি কংগ্রেস আমলে পঞ্চায়েত আইন তৈরি করেছি। সিদ্ধার্থশঙ্কর রায় পাশ করে দিলেন। কিন্তু, কার্যকর করলেন না। বাম সরকার এসে তা করল। কিন্তু, তার অপব্যবহার করল। তাই আজ ওরা মুছে গিয়েছে। তবু বলব ওরা না থাকলে এই বিধানসভায় ভালো লাগে না। আমরা এসে থেকে ওদের দেখেছি। ওরা খারাপ ভালো যাই হোক, বিধানসভার সব নিয়ম ওরা জানে। তর্ক–বিতর্কে ওদের সঙ্গে অংশ নেওয়া যায়। ওঁদের সঙ্গে মতের মিল না হলেও ওঁরা যুক্তিবাদী ছিলেন। বিজেপির থেকে ১২০ গুন ভালো বাম-কংগ্রেস। বিজেপির যুক্তির কোনও মাথা মুণ্ডু নেই। আমার পরিষদীয় রাজনীতির প্রথম দিন থেকেই ওঁদের বিধানসভায় দেখেছি। না থাকায় অস্বস্তি হচ্ছে। ৫০ বছর ধরে ওঁদেরই তো দেখে আসছি। এবার শূন্য। মিস করব ওঁদের। সেই সঙ্গে ওঁদের বক্তৃতাও।" 

কয়েকদিন আগে তৃণমূল বিধায়ক তথা বিধানসভার উপ মুখ্য সচেতক তাপস রায় জানিয়েছিলেন, "বাম ও কংগ্রেস বিধানসভায় শূন্য। এটা গণতন্ত্রের পক্ষে শুভ নয়।" আর এবার খোদ পঞ্চায়েত মন্ত্রীও বাম-কংগ্রেসকে নিয়ে এই ধরনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন।

আরও পড়ুন- বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল পূর্ব বর্ধমান, বাড়ি ভেঙে পড়ে জখম ৩

বিধানসভায় বামেরা না থাকায় ৮ জুলাই জ্যোতি বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তৃণমূল বিধায়করাই। আর এবার বাম-কংগ্রেস ছাড়া বিধানসভা ভালো লাগছে না বলে সরাসরি জানিয়ে দিলেন সুব্রত মুখোপাধ্যায়। 

Share this article
click me!

Latest Videos

খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ