বিজেপি বিধায়ক ও বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। অসুস্থ বিজেপি বিধায়ককে দেখতে ঘাটাল হাসপাতালে শুভেন্দু অধিকারী। তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেছেন, 'ক্ষমতার দম্ভ দেখিয়ে লাভ নেই, ২৩৫ এর দম্ভ ছ-মাসে শেষ হয়ে গিয়েছিল।'
আরও পড়ুন, 'ভুল সিদ্ধান্তে অন্য দলে গিয়েছিলাম- ক্ষমা করে দিন', দলে ফিরতে চেয়ে মমতাকে চিঠি সোনালির
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বাগানালা গ্রামে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজেপির ঘাটালের বিধায়ক শীতল কপাট। সেখানে বিজেপি বিধায়ক ও বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমা চার্জ করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনায় আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন বিজেপি বিধায়ক শীতল কপাট। বিধায়ক সহ কয়েকজন সহকর্মীকে অসুস্থ অবস্থায় ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে এ ঘটনায় তৃণমূল অভিযোগ অস্বীকার করেছিল।শনিবার বিকেলে ঘাটাল হাসপাতালে ভর্তি থাকা বিধায়ক শীতল কপাট কে দেখতে হাজির হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাসপাতালে ঢুকে শীতল কপাটের সঙ্গে দেখা করে বেশ কিছুক্ষণ কথা বলেন। পরে তিনি যান ঘাটাল থানায় পুলিশের সঙ্গে দেখা করতে।
আরও পড়ুন, আজ বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি রাজ্যে, আসছে ঘূর্ণীঝড় 'যশ', কী বলছে মৌসম ভবন
সাংবাদিকদের সামনে শুভেন্দু অধিকারী একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন। তবে শীতল কপাট প্রসঙ্গে বলেন,' বিধায়ক সহ বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমা চার্জ করা হয়েছিল। তাতে স্প্লেন্ডার এর কিছু আঘাত লেগেছে এবং বিভিন্ন কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। পুলিশকে বিষয়টা দেখতে বলেছি। এমন বহু গ্রামে এই ঘটনা ঘটেছে। আমি এখানকার লোক আমি জানি কোথায় কীভাবে হচ্ছে এগুলো। প্রশাসনের উচিত অবিলম্বে এই জিনিসগুলো বন্ধ করার ব্যবস্থা করা। আর যারা এতখানি দম্ভ দেখাচ্ছেন, ২০০৬ সালে ২৯জন বিধায়ক এর মধ্যে আমিও একজন ছিলাম। তখন যারা ২৩৫ এর দম্ভ দেখাতেন, ছমাসের মধ্যে তাদের দম্ভ শেষ হয়ে গিয়েছিল। ফলে এত বেশি দম্ভ না দেখানোই ভালো।'