Online Class: ঘূর্ণিঝড় বিধ্বস্ত সুন্দরবনে পড়াশোনা চালু রাখতে ভরসা গাছতলা

শহরকেন্দ্রিক ছাত্র-ছাত্রীরা অনলাইন ক্লাসের সুবিধা স্মার্টফোনের মাধ্যমে উপভোগ করলেও, অনলাইন ক্লাস থেকে বঞ্চিত হচ্ছিল প্রত্যন্ত সুন্দরবনের শিক্ষার্থীরা। কারণ স্মার্টফোনের অভাব।

সুন্দরবনে (Sunderban) অনলাইন ক্লাসে (Online Class) উপস্থিতি খুবই নগণ্য, পঠন-পাঠন চালু রাখতে গাছতলাতেই (classes Under Tree) ভরসা রাখছেন শিক্ষকরা (Teachers)। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শের বিশ্বভারতীর ছাতিমতলার ছায়া এবার যেন সুন্দরবনে। ঘূর্ণিঝড় পরবর্তী সুন্দরবন স্মার্টফোন কিনতে সক্ষম নয়। তাহলে কি করে চলবে অনলাইন ক্লাস? করোনা মহামারীর জেরে বিগত দু'বছর ধরে একপ্রকার স্তব্ধ হয়ে রয়েছে সারা বিশ্ব। দেশের সাথে সাথে রাজ‍্যেও সংক্রমণ ঊর্ধ্বমুখী। আর এই মহামারীতে সবথেকে বেশি ক্ষতির মুখে পড়েছে শিক্ষা ব্যবস্থা। 

দীর্ঘ প্রায় দু'বছর ধরে স্কুল ঠিকঠাক করে খোলেনি। তাই শিক্ষার্থীদের কাছে অনলাইন ক্লাসই ছিল একমাত্র ভরসা। দেখা গিয়েছে শহর কেন্দ্রিক ছাত্র-ছাত্রীরা অনলাইন ক্লাসের সুবিধা স্মার্টফোনের মাধ্যমে উপভোগ করলেও, অনলাইন ক্লাস থেকে বঞ্চিত হচ্ছিল প্রত্যন্ত সুন্দরবনের শিক্ষার্থীরা। কারণ স্মার্টফোনের অভাব। এই সুন্দরবন অঞ্চলে গত দু'বছরে আম্ফান ও ইয়াশের মতো ঘূর্ণিঝড় হয়েছে। পাশাপাশি একাধিক নিম্নচাপ ও ভরা কোটালের ধাক্কায় বিপর্যস্ত হয়েছে সুন্দরবনের দ্বীপগুলি। সেখানে জীবন যুদ্ধে লড়াই করে বেঁচে থাকাই এক প্রকার দায়, তো স্মার্টফোন তো অনেক দূরের কথা। 

Latest Videos

সেই সমস্যার কথা বুঝতে পেরে এবার গাছ তলাতেই শিক্ষাদানের ব্যবস্থা শুরু হল বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জে। কনকনগর এস ডি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক পুলক রায় চৌধুরীর উদ্যোগে হিঙ্গলগঞ্জ ব্লকের চারটি কেন্দ্র অর্থাৎ বাঁকড়া, কনকগর, কাঠাবাড়ি মোড় ও ১১নং সান্ডেলেরবিলে ছাত্রছাত্রীদের নিয়ে গাছতলায় শিক্ষাদানের ব্যবস্থা করা হল।

ইতিহাস, অঙ্ক, বিজ্ঞান ও শারীর শিক্ষা সহ একাধিক বিষয়ের শিক্ষকরা গাছ তলাতেই তাদের শিক্ষা দান করছেন। সে যেন বিশ্বভারতীতে রবীন্দ্রনাথের ছাতিমতলার এক টুকরো প্রতিচ্ছবি। যদিও সুন্দরবনের যে সমস্ত শিক্ষার্থীদের অভিভাবকরা তাদের সন্তানদের স্মার্ট ফোন কিনে দিতে সক্ষম হচ্ছেন সেখানেও আরেক সমস্যা কাজ করছে। তা হলো সুন্দরবনের দুর্বল নেটওয়ার্ক। যার জেরে ভিডিও কলে অনলাইন ক্লাস করা যথেষ্ট দুরূহ হয়ে ওঠে। তাই এই দুই সমস্যা সমাধানে গাছতলার এই নতুন শিক্ষাদানে খুশি সুন্দরবনের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরাও।

Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari