নেশা ছিল ঝুঁকি নিয়ে টিকটক ভিডিও তৈরি করা। আর তা করতে গিয়েই ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক কিশোরের। আহত আরও এক। রবিবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়া স্টেশনের কাছেই। মৃত কিশোরের নাম মহম্মদ নুর হাসান আনসারি (১৫)।
রবিবার পুরুলিয়া স্টেশন থেকে দু' কিলোমিটার মতো দূরে রেল লাইনের উপরেই টিকটক ভিডিও তৈরি করছিল চার কিশোর। এদের মধ্যে হাসান আনসারি নামে মৃত ওই কিশোর এর আগেও বেশ কয়েকবার ট্রেনের সামনে টিকটক ভিডিও তৈরি করেছে।
আরও পড়ুন- টিকটকে মজেছেন মা-বাবা, বড়সড় বিপদের হাত থেকে রক্ষা শিশুর
আরও পড়ুন- পুলিশভ্যানে টিকটকে ভিডিও বানিয়ে বরখাস্ত দুই কনস্টেবল
রবিবার পুরুলিয়া- চান্ডিল শাখার রেল লাইনের উপরে এই ভিডিও শ্যুট করছিল তারা। আচমকাই বরাভুম- পুরুলিয়া প্যাসেঞ্জার ট্রেনের সামনে পড়ে যায় ওই কিশোর এবং তার এক সঙ্গী। ট্রেনের ধাক্কায় দু' জনেই বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে। মাথায় গুরুতর আঘাত লাগে হাসান আনসারি নামে ওই যুবকের। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাকি দুই কিশোর।
স্থানীয় বাসিন্দারাই দু' জনকে উদ্ধার করে পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা নুর হাসান আনসারি নামে ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। আহত আরও এক কিশোরের চিকিৎসা চলছে হাসপাতালে। গোটা ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।