Weather Report Today: রোদ ঝলমলে বছরের প্রথম দিন, ফের বাড়বে তাপমাত্রা

Published : Jan 01, 2022, 12:28 PM ISTUpdated : Jan 01, 2022, 12:37 PM IST
Weather Report Today: রোদ ঝলমলে বছরের প্রথম দিন, ফের বাড়বে তাপমাত্রা

সংক্ষিপ্ত

বছরের প্রথম দিন সকাল থেকেই কলকাতার আবহাওয়া বেশ মনোরম। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। 

রোদ ঝলমলে (Sunny Weather) আবহাওয়া দিয়েই শুরু হল বছরের প্রথম (First Day Of The Year) দিনটা। সকালের দিকে হালকা কুয়াশা (Fog) থাকলেও বেশিক্ষণ তা স্থায়ী হয়নি। কুয়াশা কেটে যাওয়ার পরই আকাশে রোদের দেখা মেলে। তবে মাঝে মধ্যেই হালকা মেঘে (Cloud) মুখ ঢাকছে রোদ। তার সঙ্গে শীতের (Winter) হালকা আমেজও রয়েছে। যাই হোক বছরের প্রথম দিন সকাল থেকেই কলকাতার আবহাওয়া (Kolkata Weather) বেশ মনোরম। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Temperature) ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। 

অবশ্য জেলাতে তাপমাত্রা অনেকটাই কম রয়েছে। বাঁকুড়া-সহ (Bankura) জঙ্গলমহলে তাপমাত্রা কমেছে। আজ বাঁকুড়ার তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিনদিন তাপমাত্রা আরও অনেকটা নামবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। তবে সেটা খুব বেশিদিন স্থায়ী হবে না। সৌজন্যে পশ্চিমী ঝঞ্ঝা। আর তার ফলে ৫ জানুয়ারি থেকে ফের রাজ্যে তাপমাত্রা বাড়বে। তাই এই মুহূর্তে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনাই নেই। 

আরও পড়ুন- স্যানিটাইজিং সিস্টেমে নয়া দিগন্ত, ছোট্ট অভিজ্ঞানের নয়া উদ্ভাবনাতেই নতুন স্বীকৃতি বাংলার মুকুটে

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচ দিন উত্তর ও দক্ষিণবঙ্গে (North and South Bengal) শুষ্ক আবহাওয়া থাকবে। পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে আর নেই। আগামী পাঁচ দিন আকাশ পরিষ্কারই থাকবে। তাই রাতের তাপমাত্রা আগামী চার দিন ধীরে ধীরে কমবে। কিন্তু, রাজ্যে ফের জাঁকিয়ে শীত (Winter) পড়বে না। পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রার এই পতন একেবারেই চিরস্থায়ী হবে না। 

আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, উত্তর পশ্চিম ভারতে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আবার আসতে চলেছে ৪ জানুয়ারি। তাই যে তাপমাত্রা কমবে সেটা বেশিদিন থাকবে না। ৫ জানুয়ারি থেকে আবার রাতের তাপমাত্রা বাড়বে। ফলে জাঁকিয়ে শীত এখনই পড়ার সম্ভাবনা নেই।

আরও পড়ুন-বড়দিনের স্মৃতি ফিরিয়ে বর্ষবরণে মাতল কলকাতা, আতঙ্কের আবহে করোনা ঠেকাতে মাঠে পুলিশ

পৌষের শুরুতে জাঁকিয়ে শীত পড়েছিল রাজ্যে। ঠান্ডায় রীতিমতো জবুথবু হয়ে গিয়েছিলেন সাধারণ মানুষ। ২০ ডিসেম্বর ছিল চলতি মরশুমের শীতলতম দিন। কলকাতার তাপমাত্রা নেমে যায় ১১.২ ডিগ্রি সেলসিয়াসে। সবাইকে পিছনে ফেলে রাজ্যের শীতলতম স্থানের তকমা পায় নদিয়ার কল্যাণী। তাপমাত্রা নামে ৬.১ ডিগ্রি সেলসিয়াসে। শ্রীনিকেতনের তাপমাত্রা নামে ৭.১ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গকে পিছনে ফেলে দিয়েছিল দক্ষিণবঙ্গের জেলাগুলি।  

ফলে জাঁকিয়ে শীত পড়ার এখনও পর্যন্ত কোনও সম্ভাবনা নেই। তবে পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ার পর ফের শীত পড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। 

PREV
click me!

Recommended Stories

পৌষমেলা: শান্তিনিকেতনে পর্যটকদের জন্য সরকারি উদ্যোগে খুলে দেওয়া হল বাউল বিতান
সৌমিকদের গ্রেফতারি তাহলে কেন ছাড় প্যাটিস বিক্রেতাকে? প্রশ্ন তুলে ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু