আকাশছোঁয়া দাম পেট্রোপণ্যের, বিজেপি বিধায়কের দরজায় দাঁড়িয়ে প্রতিবাদ সিটুর

  • পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি
  • বিজেপি বিধায়কের বাড়ির সামনে প্রতিবাদ সিটুর
  • পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন
  • সিটুর প্রতিবাদে উত্তাল এলাকা

পেট্রো পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করল সিপিএমের শ্রমিক সংগঠন সিটু। রায়গঞ্জ শহরের নেতাজী সুভাষ রোডে অবস্থিত গীতাঞ্জলি হলের পাশে পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সিটুর জেলা নেতৃত্ব ও কর্মীরা। উল্লেখ্য এই পেট্রল পাম্পের পাশেই রয়েছে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়ি ও নির্বাচনী কার্যালয়। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন সিটুর উত্তর দিনাজপুর জেলা সভাপতি পরিতোষ দেবনাথ, সিপিএমের জেলা কমিটির সদস্য উত্তম পাল, সিটু নেতা বিপ্লব সেনগুপ্ত সহ সিপিএম কর্মীরা। 

সি আই টি ইউ-এর উত্তর দিনাজপুর জেলা সভাপতি পরিতোষ দেবনাথ  বলেন, প্রতিদিনই অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধি ঘটে চলেছে ডিজেল ও পেট্রোলের। একশো টাকা ছুঁই ছুঁই পেট্রোল কিনতে নাভিশ্বাস উঠছে সাধারন মানুষের। অপরদিকে ডিজেলের দাম ক্রমশ উর্দ্ধমুখী হওয়ায় বাড়ছে জ্বালানি খরচ। আর জ্বালানী খরচ বৃদ্ধি ঘটায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটছে। 

Latest Videos

তিনি বলেন পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির সাথে সাথে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় চরম কষ্টের মধ্যে পড়েছেন সাধারণ মানুষ।  এরজন্য সম্পূর্ণভাবে দায়ী কেন্দ্রের বিজেপি সরকার। পেট্রো পণ্যের মূল্য হ্রাস ঘটাতে সম্পূর্ণরূপে ব্যর্থ মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকার। এর পাশাপাশি এরাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার কোভিড ভ্যাক্সিন নিয়ে চরম দুর্নীতি করে চলেছে বলেও এদিন অভিযোগ করেন তিনি। এরই বিরুদ্ধে আন্দোলনে নেমেছে সি পি আই এম এর শ্রমিক সংগঠন সি আই টি ইউ । 

রাজ্য কমিটির নির্দেশে জেলায় জেলায় পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহন করা হয় এদিন। সেই কর্মসূচি অনুযায়ী উত্তর দিনাজপুর সিআইটিইউ-এর পক্ষ থেকে রায়গঞ্জ মোহনবাটি এলাকায় পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

এদিকে, কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ১০০ টাকা ছুঁতে চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে ডিজেলের দামও। দু-একদিন অন্তর রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়ে চলেছে। আজ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ২৫ পয়সা এবং ডিজেলের দাম ৭ পয়সা বাড়ানো হয়েছে। এর ফলে, পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে লিটার প্রতি ৯৭ টাকা ৬৩ পয়সা। আর লিটার প্রতি ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯১ টাকা ১৫ পয়সা। 

করোনা পরিস্থিতির মধ্যে দেশের আর্থিক অবস্থা বেহাল। এই পরিস্থিতিতে কাজ হারিয়েছেন বহু মানুষ। আর তার মধ্যে দু-একদিন অন্তর তেলের দাম বাড়তে থাকায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও ক্রমশ ঊর্ধ্বমুখী। খুচরো বাজারের বিভিন্ন পণ্যের দামও বাড়ছে। এই পরিস্থিতিতে মধ্যবিত্তের মাথায় হাত পড়েছে। জ্বালানির দাম বাড়তে থাকায় দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছিল কংগ্রেস।  এবার আসরে নেমেছে সিটু। 

Share this article
click me!

Latest Videos

তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today
Sukhendu Sekhar কী বিজেপিতে যোগ দিচ্ছে? জল্পনা উস্কে যা বললেন Agnimitra Paul
২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech