বিয়ে করার স্বপ্ন নিয়ে সরকারি হোম থেকে নিখোঁজ, করুণ পরিণতি হল তিন নাবালিকার

Published : Aug 27, 2021, 04:50 PM IST
বিয়ে করার স্বপ্ন নিয়ে সরকারি হোম থেকে নিখোঁজ, করুণ পরিণতি হল তিন নাবালিকার

সংক্ষিপ্ত

পয়লা জুলাই মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বালিকা ভবনের পাঁচিল টপকে পালিয়ে যায় তিন নাবালিকা। এরপরেই তিন জনের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।

মেদিনীপুর শহরের সরকারি বালিকা ভবন থেকে নিখোঁজ হয়ে যাওয়া ৩ কিশোরীর মধ্যে আরও দুই যুবতীকে উদ্ধার করল কোতোয়ালি থানার পুলিশ। এক সপ্তাহের ব্যবধানে ৩ জনকেই উদ্ধার করতে পেরে স্বস্তিতে পুলিশ প্রশাসন।

 শুক্রবার রাতে ঝাড়খন্ডের জামদা এলাকা থেকে উদ্ধার করা হয় ওই দুই নাবালিকাকে। প্রসঙ্গত, পয়লা জুলাই মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বালিকা ভবনের পাঁচিল টপকে পালিয়ে যায় তিন নাবালিকা। এরপরেই তিন জনের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। এক সপ্তাহ আগে খড়্গপুর গ্রামীন এলাকার থেকে উদ্ধার করা হয় এক যুবতীকে। দেখা গিয়েছিল ওই যুবতী পালিয়ে মাদপুরের এক যুবককে বিয়ে করে ফেলেছিল। 

এরপর বৃহস্পতিবার ঝাড়খণ্ডের জামদা থেকে উদ্ধার করা হয় অপর দুই নাবালিকাকে।পুলিশ সুত্রে খবর, মোবাইলের টাওয়ার লোকেশান ট্র্যাক করে উদ্ধার করা হয় দুই নাবালিকাকে। উদ্ধার হওয়া দুই নাবালিকাকে শুক্রবার তোলা হবে মেদিনীপুর আদালতে।

PREV
click me!

Recommended Stories

পৌষমেলা: শান্তিনিকেতনে পর্যটকদের জন্য সরকারি উদ্যোগে খুলে দেওয়া হল বাউল বিতান
সৌমিকদের গ্রেফতারি তাহলে কেন ছাড় প্যাটিস বিক্রেতাকে? প্রশ্ন তুলে ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু