খুন নাকি দুর্ঘটনা, একই দিনে তিন আদিবাসী যুবকের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য

Published : Aug 26, 2020, 08:50 PM IST
খুন নাকি দুর্ঘটনা, একই দিনে তিন আদিবাসী যুবকের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য

সংক্ষিপ্ত

খুন নাকি দুর্ঘটনা? একই দিনে তিনজনের অস্বাভাবিক মৃত্যু মৃতেরা আদিবাসী সম্প্রদায়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমে

আশিষ মণ্ডল, বীরভূম: একই দিন তিনজন আদিবাসী যুবকের অস্বাভাবিক মৃত্যু! ঘটনায় চাঞ্চল্য ছড়াল বীরভূমে। তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন: মাছ চুরি সন্দেহে আক্রান্ত গোটা পরিবার, বাড়িতে চলল ভাঙচুর, কাঠগড়ায় বিজেপি

প্রথম ঘটনাটি ঘটে বুধবার ভোরে। মহম্মদবাজার থানার মহুলবাগান গ্রামের বাসিন্দা ছিলেন সমর হাঁসদা। পেশায় তিনি দিনমজুর। গাড়িতে খালাসির কাজও করতেন সমর। ভোরের দিকে স্থানীয় শেওড়াকুঁড়ি এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে একটি পরিত্যক্ত হোটেল থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের মাথায় ক্ষতচিহ্ন ছিল। পরিবারের লোকেদের দাবি, মাথার দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছে ওই যুবক।    

আরও পড়ুন: স্ত্রীর পরকীয়া হাতেনাতে ধরে ফেললেন স্বামী, বিপদ বুঝে ধারালো অস্ত্রের কোপ প্রেমিকের

এদিকে বেলার দিকে আবার বীরভূমেরই পাড়ুই থানার ইমাদপুর গ্রামে রাস্তা থেকে উদ্ধার হয় আরও দুটি দেহ। মৃতেরা হলেন মিলন হেমব্রম ও রতন সোরেন। তাঁদের বাড়ি পাড়ুই-এরই বলাইপুর গ্রামে। পুলিশের দাবি, ইমাদপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন রতন ও মিলন। রাস্তায় দুর্ঘটনায় কবলে পড়েন তাঁরা। লরির ধাক্কায় প্রাণ হারান দু'জনেই। ঘাতক লরিটিকেও আটক করা হয়েছে। বস্তুত, আত্মীয় বাড়িতে যাওয়ার পরে যে মৃত্যুসংবাদ মিলেছে, সেকথা স্বীকার করে নিয়েছেন পরিবারের লোকেরাও।

PREV
click me!

Recommended Stories

Adhir Ranjan Chowdhury: ‘ভোটের সময় ওনাকে প্রমাণ করতে হয় উনি অনেক বড় হিন্দু!’ মমতাকে ধুয়ে দিলেন অধীর
সোম-মঙ্গল ২ দিনের ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, কোচবিহারে ঠাসা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের