বাঘ তাড়িয়েও ব্যর্থ হলেন সঙ্গীরা, সুন্দরবনে মৃত তরুণ মৎস্যজীবী

  • সুন্দরবনে বাঘের হামলায় নিহত তরুণ মৎস্যজীবী
  • মৃত মৎস্যজীবী ঝড়খালির বাসিন্দা
  • বাঘের হাত থেকে সঙ্গীরা উদ্ধার করলেও প্রাণে বাঁচলেন না যুবক
     

debamoy ghosh | Published : Jan 28, 2020 5:43 AM IST

ফের বাঘের হানায় মৃত্যু হলো এক মৎস্যজীবীর। গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলার শিকার হলেন তরুণ এক মৎস্যজীবী। মৃতের নাম বরুনবালা মণ্ডল(৩২)। মৃতের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগণার ঝড়খালিতে।

কান্নায় ভেঙে পড়েছেন নিহত মৎস্যজীবীর পরিবারের সদস্য। 

স্থানীয় সূত্রে খবর, দিন চারেক আগে ঝড়খালি থানার ৩ নম্বর গ্রাম থেকে সুন্দরবনের নদী এবং খাঁড়ি থেকে মাছ ধরতে গিয়েছিলেন বরুণ। সঙ্গে ছিলেন বরুণের বাবা ও আরেক ভাই। সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ যখন তাঁরা ছেঁড়া মাতলার জঙ্গলের কাছে মাছ, কাঁকড়া ধরছিলেন, তখনই সবার অলক্ষ্যে একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে বরুণের উপর। 

আরও পড়ুন- জলে কুমির, ডাঙায় বাঘ, সুন্দরবনে জোড়া প্রাপ্তি পর্যটকদের, দেখুন ভিডিও

বরুণের সঙ্গীরা বাঘের সঙ্গে লড়াই করে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে। কিন্তু অতিরিক্ত রক্ ক্ষরণের ফলে পথেই মৃত্যু হয় ওই যুবকের। ঝড়খালির বাড়িতে বরুণের মৃত্যুর খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিজনরা। গ্রামেও নেমে আসে শোকের ছায়া। ঘটনার খবর পেয়ে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Share this article
click me!