জলে কুমির, ডাঙায় বাঘ, সুন্দরবনে জোড়া প্রাপ্তি পর্যটকদের, দেখুন ভিডিও

  • সুন্দরবনে দেখা মিলল বাঘ এবং কুমিরের
  • মঙ্গলবার দু'টি প্রাণীকেই দেখতে পান পর্যটকরা
  • শীতের মরশুমের শুরুতেই বাঘ, কুমিরের দেখা পেয়ে খুশি সবাই
     

Share this Video

পর্যটন মরশুম শুরু হতেই সুন্দরবনে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। মঙ্গলবার সুন্দরবনের দোবাঁকি এলাকায় বিশালাকার রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পান পর্যটকরা। সুন্দরবনে শীতের পর্যটন মরশুমের শুরুতেই বাঘ দর্শনে বেজায় খুশি পর্যটকরা। 

তবে শুধু বাঘ নয়, মঙ্গলবার তার সঙ্গে বিশালাকার কুমিরের দেখাও মিলেছে। সুন্দরবনের পিরখালির জঙ্গলে বিশালাকার কুমিরের দেখা পান দিল্লি থেকে আসা পর্যটকদের একটি দল। শীতের শুরুতেই সুন্দরবনে বাঘ ও কুমিরের দেখা মেলায় পর্যটন ব্যবসায়ীরাও খুশি। বাঘ, কুমিরের মতো সুন্দরবনের প্রধান আকর্ষণ যে প্রাণীগুলি, তাদের দেখতে আরও বেশি সংখ্যক পর্যটক এবার শীতে সুন্দরবনে ভিড় জমাবেন বলে আশাবাদী পর্যটন ব্যবসায়ীরা। 

Related Video